Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১ মার্চ, ২০১৯ ২৩:৩৭

ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রশংসায় সুষমা

গৌতম লাহিড়ী, নয়া দিল্লি

ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রশংসায় সুষমা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সন্ত্রাসীদের যেসব দেশ আশ্রয়-প্রশ্রয় ও তহবিল দিচ্ছে তাদের ওসব কাজ বন্ধে প্রভাবিত করবার জন্য ইসলামী রাষ্ট্র সংস্থা (অর্গনাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ- ওআইসি) ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল আবুধাবিতে ওআইসি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। ওআইসির সুবর্ণ জয়ন্ত্রী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। সুষমা এতে সম্মানীয় অতিথি, হিসেবে আমন্ত্রিত হন। তাকে আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশী শেষ মুহ’র্তে সম্মেলন বর্জন করেন। তবে ভারতীয় সূত্র জানায়, সিনিয়র পাকিস্তানী কর্মকর্তারা অধিবেশনে বসে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর ভাষণ শুনেছেন। সুষমা তার ভাষণে সব সংঘাতের সমাধান শান্তির মাধ্যমে করতে এবং সন্ত্রাস নিমূর্লে সবাইকে অবদান রাখার আহ্বান জানান। তিনি আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি অবিচল প্রতিশ্রুতিবদ্ধতার জন্য মুসলিম প্রাধান্য বিশিষ্ট রাষ্ট্র বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন মুসলিম জনগরিষ্ট পড়শি দেশ আফগানিস্তান, বাংলাদেশ ও মালদ্বীপের সঙ্গে ভারতের রয়েছে গভীর হৃদৎতাপূর্ণ সম্পর্ক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মহাত্মা গান্ধীর দেশ থেকে এসেছি, যে দেশে প্রতিটি প্রার্থনা সবার জন্য শান্তি কামনার মধ্য দিয়ে শেষ করা হয়।’

সুষমা স্বরাজ বলেন, তিনি এই সম্মেলনে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের ১৩০ কোটি মানুষের মধ্যে সাড়ে ১৮ কোটিরও বেশি মুসলমান শুভেচ্ছা বয়ে এনেছেন। তিনি বলেন, আমাদের মুসলিম ভাই-বোনেরা হচ্ছেন ভারতের বৈচিত্রের তাৎপর্যময় অংশ। তারা তামিল তেলেগু মালয়লাম, মারাঠি, বাংলা ও ভোজপুরী এবং ভারতের বিভিন্ন ভাষায় কথা বলে থাকেন। তারা খাদ্যরুচি, পোশাক, ঐতিহ্যের স্বকীয়তা রক্ষা করে, নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি বজায় রেখে অমুসলিমদের সঙ্গে সম্প্রীতিতে বাস করবেন। ভারতের পররাষ্টমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের নানা নাম ও নানা মোড়ক। তবে সব ক্ষেত্রেই এটা চালানো হয় ধর্মকে বিকৃত করে এবং সফল হওয়ার ক্ষমতা এর আছে-এই ভ্রান্ত বিশ্বাস থেকে। পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে সুষমা স্বরাজ বলেন, কিন্তু ওটা (সফল) তো হওয়া নয়।


আপনার মন্তব্য

এই পাতার আরো খবর