রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সুলতান মোকাব্বিরের শপথ ৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা চিঠি দিয়েছেন।

সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য দিয়েছেন। ৭ মার্চ জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ঐতিহাসিক ভাষণ দেওয়ার দিনকে তারা শপথ নেওয়ার দিন হিসেবে বেছে নিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক সহ-সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিরও সদস্য। আর মোকাব্বির খান গণফোরাম থেকে নির্বাচিত হয়েছেন। তিনি গণফোরামের সভাপতিম লীর সদস্য। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফন্টের অন্যতম শরিক রাজনৈতিক দল বিএনপি। গণফোরাম এবং জাতীয় ঐক্যপ্রক্রিয়াও ঐক্যফন্টের শরিক। বিএনপি নিজদলীয় সংসদ সদস্যদের শপথ নিতে নিষেধ করে। ফলে ঐক্যফ্রন্টের শরিক দল থেকে নির্বাচিত হওয়ায় সুলতান ও মোকাব্বির শপথ নিতে পারছিলেন না। এ ব্যাপারে জানতে চাইলে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শপথ নেওয়ার ব্যাপারে এখন ড. কামাল হোসেনের দ্বিমত নেই।

সর্বশেষ খবর