রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

তারা ধ্বংসের পথে বিধ্বংসী : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনরা ধ্বংসের পথে তাদের বিধ্বংসী রাজনীতির জন্য। ছদ্মবেশী, বিধ্বংসী যে রাজনীতি তারা করেন, সেই বিধ্বংসী রাজনীতি ধ্বংসের পথে আরেক ধাপ এগিয়ে। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকেও বলি, গত সাধারণ নির্বাচনে জনমতের হাওয়াটা যদি তাদের অনুকূলে থাকত, তাহলে এর প্রভাবটা তাদের ফলাফলে পড়ত। জনমত যেদিকে থাকে, নির্বাচনের ফল সেদিকেই টার্ন করবে, এটা নির্বাচনের ইতিহাস। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে তা আমি মনে করি না। পারফেক্ট বিষয়টি ভিন্ন। কোনো বিষয়কে পারফেক্ট বলা ঠিক নয়, ভুলত্রুটি নিয়েই আমরা এগিয়ে যাব। সিটি উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যারা এসব অপবাদ দেন, তাদের সরেজমিন গিয়ে উপজেলা নির্বাচন দেখতে বলুন। তারপর তাদের ধারণা কত অমূলক, অলীক- এর প্রমাণ পাবেন। তিনি বলেন, সিটি উপনির্বাচনের দিন সারা দিন মেঘলা আকাশ থাকার কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বিকালে মেঘলা আকাশ না থাকায় ভোটার উপস্থিতি বেড়েছে। দলের বাইরের ব্যক্তিকে মেয়র হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আতিকুল ইসলামকে যখন মনোনয়ন দেওয়া হয়েছে, তখন তাকে ওন করেই দেওয়া হয়েছে। হয়তো নেতা ছিলেন না, সমর্থক ছিলেন। দলের সিদ্ধান্তের বাইরে যারা জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কাদের বলেন, পরবর্তী কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে বিষয়টি আলোচনা করা হবে। কার্যনির্বাহী কমিটির বাইরে অন্য কোনো ফোরামে এ সিদ্ধান্ত হতে পারে না। জাতীয় পার্টির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দি¦তার যে অঙ্গীকার করেছিল, সিটি নির্বাচনে তার কোনো প্রতিফলন ঘটেনি। বিরোধী দল যদি শক্তভাবে বিরোধিতা করত, তাহলে নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। সংসদের ভিতরে ও বাইরের উভয় রাজনৈতিক দলকে আমরা শক্তিশালী দেখতে চাই।

সর্বশেষ খবর