রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অভিনন্দনের অর্থই বদলে যাবে এবার

দীপক দেবনাথ, কলকাতা

অভিনন্দনের অর্থই বদলে যাবে এবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘অভিনন্দন’-এর অর্থ ইংরেজিতে ‘কনগ্র্যাজুলেশন’। কিন্তু এখন ‘অভিনন্দন’ শব্দের অর্থটাই পাল্টে যাবে।’ ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে উদ্দেশ করে এ মন্তব্য করেছেন মোদি। শনিবার দিল্লিতে ‘কনস্ট্রাকশন টেকনোলজি ইন্ডিয়া-২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ভারত যা করে সমগ্র বিশ্ব তা ভালো করে দেখে। এই দেশের এমনই ক্ষমতা যে, শব্দের অর্থও পাল্টে দেয়। ‘অভিনন্দন’-এর অর্থ ইংরেজিতে ‘কনগ্র্যাজুলেশন’। কিন্তু এখন ‘অভিনন্দন’ শব্দের অর্থটাই পাল্টে যাবে।’ গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা নাগাদ পাকিস্তানের ‘এফ-১৬’ যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমায় ঢুকে পড়লে তাকে তাড়া করে ভারতীয় ‘মিগ-২১ বাইসন’ যুদ্ধ বিমান। যার পাইলট ছিলেন এই অভিনন্দন। 

সর্বশেষ খবর