সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

তারা শপথ নিলে অসুবিধা হবে না

নিজস্ব প্রতিবেদক

তারা শপথ নিলে অসুবিধা হবে না

শপথ গ্রহণ নিয়ে গণফোরামের দুই সদস্যের (সুলতান মো. মনসুর ও মোকাব্বির খান) ঘোষণাকে ‘ব্যক্তিগত’ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি গণফোরামের যদি কেউ সংসদে যায়ও তারপরও আমি মনে করি ঐক্যফ্রন্টের বৃহৎ একটা লক্ষ্য আছে, সে জন্য ফ্রন্টের কোনো অসুবিধা হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস একটা বড় লক্ষ্য নির্ধারণ করে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছি।’ গতকাল সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘একাদশ সংসদ নির্বাচন কোনো নির্বাচন হয়নি। তথাকথিত এ ভোট ডাকাতির নির্বাচন প্রত্যাখান করেছি। জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত হচ্ছে, ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন, বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তারা কেউ সংসদে যাবেন না। এটাই সিদ্ধান্ত। এখন ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুজন সংসদে শপথ নেওয়ার ঘোষণা দিয়েছেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমাদের জানা মতে, গণফোরামসহ ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত কিন্তু সংসদে না যাওয়ার পক্ষে, বিএনপির সিদ্ধান্তও যে এই ভোট ডাকাতির সংসদে আমরা যাব না।’ সকাল ১১টায় জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব হাসান জাফির তুহিনের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন খন্দকার মোশাররফ হোসেন। এ সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, তকদীর হোসেন মো. জসিম, তোফাজ্জল হোসেন মাস্টার, নাজিমউদ্দিন, সৈয়দ মেহেদি আহমেদ রুমী, মাইনুল হোসেন, সাখাওয়াত হোসেন, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, তঁাঁতীদলের আবুল কালাম আজাদসহ নেতারা উপস্থিত ছিলেন।

 গত ২৭  ফেব্রুয়ারি ২১ বছর আগে গঠিত কৃষক দলের কমিটি বিলুপ্ত করে ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে কিনা জানতে চাইলে দলের নীতি-নির্ধারণী ফোরামের এ সদস্য বলেন, ‘আমরা ?শুনেছি তারা (দুজন সদস্য) সংসদে অংশগ্রহণ করবেন। যখন করবেন তখন দলের যে বিধি-বিধান আছে এবং জাতীয় ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে সেই প্রেক্ষাপটে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।’ ড. মোশাররফ হোসেন বলেন, ‘সরকার যেহেতু জনগণের সরকার নয়, জনগণের মতামতের প্রতি কোনো তোয়াক্কা না করে আজকে গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য তারা পদক্ষেপ নিচ্ছেন। আমরা বলতে চাই, গ্যাসের দাম তারা কয়েকগুণ বৃদ্ধি করে আজকে যে অবস্থায় রেখেছে আবার যদি বৃদ্ধি করা হয় তাহলে এটা ‘মরার উপরে খাঁড়ার ঘা’ হবে। আমরা এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশন ৯শ কোটি টাকা বাজেট করেছে। এর আগে উপজেলা নির্বাচনে ৪শ কোটি টাকা বাজেট ছিল।

সর্বশেষ খবর