সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গাদের পাশে বিশ্বকে দাঁড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের পাশে বিশ্বকে দাঁড়াতে হবে

রোহিঙ্গা শরণার্থী সংকটে সহায়তায় জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) আওতায় যুক্তরাষ্ট্র সাড়ে ১০ কোটি মার্কিন ডলার দিচ্ছে। গতকাল সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্র এই সংকটে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। চরম দুর্ভোগের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সীমান্ত ও হৃদয়ের দ্বার খুলে দিয়ে বাংলাদেশের সরকার ও জনগণ যে উদারতা দেখিয়েছে আমরা তার প্রশংসা করি। আমরা সব সামর্থ্যবান দেশের প্রতি এই বৈশ্বিক মানবিক সাহায্যে অবদান রাখার আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা শরণার্থী সংকটে সহায়তা হিসেবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে ৪ কোটি ৫৫ লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ অর্থ গত ১৫ ফেব্রুয়ারি জেনেভায় ঘোষিত ২০১৯ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) জন্য দেওয়া ৬ কোটি ডলারের অতিরিক্ত। এতে ২০১৯ সালের জেআরপিকে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়াল সাড়ে ১০ কোটি ডলারে। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো করছে। তবে দুর্যোগ মোকাবিলায় আধুনিক যন্ত্রাংশের ব্যবহার একেবারেই কম। বাংলাদেশ চাইলে আমরা এ খাতে সব সহায়তা দেব।

সর্বশেষ খবর