বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বিশ্বে দ্বিতীয় দূষিত রাজধানী ঢাকা শীর্ষে দিল্লি

প্রতিদিন ডেস্ক

বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে বাংলাদেশের ঢাকা। সবচেয়ে দূষিত রাজধানী ভারতের নয়াদিল্লি। পরিবেশবিষয়ক সংস্থা গ্রিনপিসের এ ‘আইকিউ এয়ার ভিসুয়াল ২০১৮ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি’ রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি নজরদারি সংস্থার নথিপত্র দেখে এ তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বের ৬২ দেশের রাজধানীর মধ্যে দিল্লি সবচেয়ে দূষিত বলে জানা গেছে। দিল্লিতে প্রতি ঘনমিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ১১৩.৫ মাইক্রোগ্রাম বলে জানানো হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। সেখানে প্রতি ঘন মিটারে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ৯৭.১ মাইক্রোগ্রাম। আফগানিস্তানের কাবুল রয়েছে তৃতীয় স্থানে। সেখানে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ৬১.৮ মাইক্রোগ্রাম। রাজধানীর বাইরে শহরভিত্তিক দূষণের তালিকায় প্রথম দশে নাম রয়েছে ভারতের মোট সাতটি শহর। তার মধ্যে বেশির ভাগই রাজধানী দিল্লিসংলগ্ন শহর। বাতাসে ভাসমান ধূলিকণার নিরিখে তালিকার শীর্ষে রয়েছে গুরুগ্রাম। দ্বিতীয় স্থানে গাজিয়াবাদ। তৃতীয় পাকিস্তানের ফয়সালাবাদ, চতুর্থ ভারতের ফরিদাবাদ। ভিবাডি, নয়ডা, পাটনা রয়েছে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অবস্থানে। অষ্টম স্থানে রয়েছে চীনের হোতান। নবম স্থানে ভারতের লখনৌ। দশম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী, বায়ুম লে ভাসমান ধূলিকণাগুলোর পরিমাণ যদি বছরে প্রতি ঘনমিটার বাতাসে ৪০ মাইক্রোগ্রাম ওজন পর্যন্ত থাকে, তাহলে তাকে দূষিত বাতাস বলা হয় না। সেই কণাগুলোর ব্যাস ২.৫ মাইক্রোমিটারের বেশি হলে তা অতটা ক্ষতিকারক হবে না। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ মানদ টাকে আরও কমিয়ে দিয়েছে। সে হিসেবে সমগ্র দক্ষিণ এশিয়ার বায়ুম ল মানবজীবনের পক্ষে ক্ষতিকর।

সর্বশেষ খবর