শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কাজ ভালোবাসলে কোনো সমস্যা নেই

- আলিয়া মান্নান, পাইলট

নিজস্ব প্রতিবেদক

কাজ ভালোবাসলে কোনো সমস্যা নেই

নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যই বিমান চালানো চ্যালেঞ্জিং কাজ। পাইলট হিসেবে নারী বা পুরুষকে আলাদা করে মূল্যায়ন করা যায় না। আবার একজন পাইলট তিনি নারী বলেই যে  পেশাটি তার জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠবে এমনটি ভাবাও ঠিক নয়। পাইলট হতে হলে একজনকে তার কাজকে ভালোবাসতে হবে। বিমান চালানোর বিষয়টিকে ভালোবেসে এই পেশায় এলে তিনি হোক নারী বা পুরুষ আর কোনো সমস্যা হবে না। ড্রিমলাইনারের মতো আধুনিক বিমান চালানোয় বর্তমানে দেশের একমাত্র নারী পাইলট ক্যাপ্টেন আলিয়া মান্নান বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। সাড়ে ১২ হাজার ঘণ্টা ফ্লাইট পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন এই পাইলট বলেন, যে কোনো পেশাজীবী নারীরই দায়িত্ব পালনের ক্ষেত্রে তার পরিবারের সহযোগিতা থাকতে হবে। এখানে পরিবারের সহযোগিতাই মূল বিষয়। একজন পাইলট বা অন্য যে কোনো পেশাজীবীর কথাই বলেন না কেন পরিবারের সহযোগিতা এবং নিজের পেশার প্রতি দৃঢ় পরিকল্পনা থাকলে আপনি অবশ্যই সফল হবেন।

সর্বশেষ নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার সময় ক্যাপ্টেন আবিদের সঙ্গে ককপিটে আরও ছিলেন ফার্স্ট অফিসার পৃথুলা রশিদ। বিমান দুর্ঘটনার পর দেশের সাধারণ নাগরিকদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু নারী হওয়ার জন্য পৃথুলা রশিদকে সেই বিমান দুর্ঘটনার জন্য দায়ী করেন। কিন্তু আলিয়া মান্নান বলেন, যদি সেই বিমান দুর্ঘটনার জন্য পৃথুলাকে দায়ী করা হয় তবে তার ওপর অন্যায় করা হবে। নারী বলে কোনোভাবেই পৃথুলার ওপর এই দুর্ঘটনার দোষ চাপানো যাবে না। যেখানে দুর্ঘটনার শিকার বিমানটির নেতৃত্বে ছিলেন একজন পুরুষ পাইলট, সেখানে শুধু নারী হওয়ার জন্য পৃথুলার ওপর দোষ চাপানো ঠিক হবে না। দুর্ঘটনার আগে বিমানটির নেতৃত্ব কিন্তু পৃথুলা দিচ্ছিল না। মেয়েটি মাত্র তার  পেশাজীবন শুরু করেছিল। এটাও বুঝতে হবে যে, একজন নারী বিমান চালানোর মতো চ্যালেঞ্জিং পেশার দায়িত্ব নিতে পারবেন না- এ কথাও একদম ঠিক না। এই পাইলট আরও বলেন, আমি দীর্ঘ ২৭ বছর ধরে বিমান বাংলাদেশে দায়িত্ব পালন করছি। কিন্তু নারী হওয়ার জন্য এই দীর্ঘ সময়েও আমাকে কোনো সমস্যা বা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। তিনি বেশ দৃঢ়তার সঙ্গেই বলেন যে, পাইলট হিসেবে দায়িত্ব পালনের ব্যাপারে কর্মক্ষেত্রে নারীদের কোনো সমস্যা নেই। ভবিষ্যতে যেসব নারী পাইলট হিসেবে চ্যালেঞ্জিং পেশায় নাম লেখাতে আগ্রহী তাদের প্রতিও আলিয়া মান্নান কয়েকটি সুপারিশ করেছেন। তিনি বলেন, একজন পাইলটকে ইতিবাচক ও সুস্থ জীবনযাপন করতে হবে। এই কাজটাকে ভালোবাসতে হবে। বিমান চালানোর বিষয়টিকে ভালোবেসে এই পেশায় এলে কোনো সমস্যা হবে না।

সর্বশেষ খবর