শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

তরুণদের সতর্ক থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক

তরুণদের সতর্ক থাকতে হবে

কৃত্রিম বুদ্ধিমত্তা, সম্পদের কেন্দ্রীকরণ ও পরিবেশগত ঝুঁকি সম্পর্কে ফ্রান্স ও সুইজারল্যান্ডের তরুণদের সতর্ক করলেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। সম্প্রতি ফ্রান্সের তিনটি ও সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় সফরে সেখানকার ছাত্রদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় প্রফেসর ইউনূস তরুণদের উদ্দেশে বলেন, পৃথিবীর সিংহভাগ সম্পদ রয়ে গেছে কিছু মানুষের হাতে। ফলে বৈষম্য বাড়ছে। এ ধরনের  বৈষম্য মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষ তৈরি করবে, যা থেকে তৈরি হবে সামাজিক অস্থিরতা। একইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে করপোরেট কোম্পানিগুলো যেভাবে মেশিনের ওপর নির্ভরতা বাড়াচ্ছে, সেটিও মানুষের মধ্যে কর্মহীনতা ও ক্ষোভ সৃষ্টি করবে বলে মনে করেন প্রফেসর ইউনূস। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তার ভাষণগুলোতে প্রফেসর ইউনূস কৃত্রিম বুদ্ধিমত্তা, সম্পদ কেন্দ্রীকরণ ও পরিবশেগত ঝুঁকি সম্পর্কে তরুণদের সতর্ক করার পাশাপাশি তিনি তিন শূন্য- অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য  বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণের পৃথিবী গড়ে তুলতে শ্রোতাদের প্রতি আহ্বান জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর