শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আগের রাতে ভোট বন্ধ করতেই ইভিএম

নিজস্ব প্রতিবেদক

আগের রাতে ভোট বন্ধ করতেই ইভিএম

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট চালু হলে রাতে ভোট বাক্স ভরে রাখার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। গতকাল সকালে উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মশালার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। ভোটাধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘আগামীতে ভোটে ইভিএম শুরু করব, তাহলে সেখানে আর রাতে বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না।’ তিনি উল্লেখ করেন, উপজেলাগুলোয় ১০ মার্চ প্রথম ধাপের ভোট শুরু হচ্ছে। ১৮, ২৪ ও ৩১ মার্চ ভোট রয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের। অনুষ্ঠানে অনিয়ম সামাল দিতে ইসির সীমাবদ্ধতা ও করণীয় বিষয়ে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচনের সংস্কৃতির পরিবর্তন আসবে আশা করি। এজন্য নির্বাচন কর্মকর্তাদের ভূমিকা নিতে হবে।’ ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর