শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ঐক্যফ্রন্টের বাকিরাও শপথ নেবেন

কুষ্টিয়া প্রতিনিধি

ঐক্যফ্রন্টের বাকিরাও শপথ নেবেন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জনগণের মান রাখতে সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পথ ধরে ঐক্যফ্রন্টের বাকি নির্বাচিতরাও অচিরেই শপথ নেবেন। আর তারা শপথ না নিলে জনগণই এর জবাব দেবে। গতকাল সকালে কুষ্টিয়ায় ৭ম এনডিএফ বিডি-কুএমসি জাতীয় মেডিকেল বিতর্ক উৎসব উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সারা দেশের ৪৬টি মেডিকেল কলেজের প্রায় ৫ শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়। এর আগে নিজ বাসায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হানিফ বলেন, বিএনপির আন্দোলন কোনো কাজে আসবে না। হানিফ বলেন, সুলতান মনসুর ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে শপথ গ্রহণ করে সংসদে যোগ দিয়েছেন। তার দেখাদেখি ঐক্যফ্রন্ট থেকে বিএনপির যারা নির্বাচন করেছিলেন তারাও শপথ নেবেন বলে আশা করছি। এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, খালেদা জিয়া আদালত থেকে দ  পাওয়া কয়েদি। কারা বিধি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া যে চিকিৎসাসেবা পাচ্ছেন তা দেশের সর্বোচ্চ। তার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে কারা কর্তৃপক্ষ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন। কিন্তু তার অসুস্থতা নিয়েও রাজনীতি করছে বিএনপি।  বিএনপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই মন্তব্য করে হানিফ বলেন, ২০১০ সালের পর থেকেই তারা সরকার হঠানোর আওয়াজ দিয়ে আসছেন। তবে তাদের সেই আহ্বানে দেশের জনগণ সাড়া দেয়নি। এখন তারা পলাতক দ প্রাপ্ত নেতাকে বাঁচাতে নানা ফন্দি-ফিকির করছে। তবে এসবে কোনো কাজ হবে না।

সর্বশেষ খবর