বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ ঢাবি কর্তৃপক্ষ : হানিফ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে মনে হয়েছে, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আস্থা অর্জনে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। তাদের প্রতি সবার আস্থা পরিপূর্ণভাবে কেন ধরে রাখতে পারেনি- আমার মনে হয় কর্তৃপক্ষ তা খুঁজে দেখবে।’ গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি- দাবি করে মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল। ছোটখাটো ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই অন্যান্য প্যানেল থেকে শিক্ষার্থীরা জয়লাভ করেছে। স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, স্বাচিপের নেতা অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, মহানগর আওয়ামী লীগের কামাল উদ্দিন আহমেদ, আখতারুজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর