বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ব্যাংকের পর্ষদ খেলার জায়গা নয় : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের পর্ষদ খেলার জায়গা নয় : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদ খেলার জায়গা নয়। ব্যাংকের পরিচালনা পর্ষদে অদক্ষদের নিয়োগ দেওয়া হবে না। যারা ব্যাংকিং বোঝেন, হিসাব জানেন তাদেরই কেবল পর্ষদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হবে। অতীতে যা হয়েছে এখন আর তা হতে দেওয়া হবে না। কোনো তদবিরে কাজ হবে না। যোগ্যদের ব্যাংক পরিচালনায় নিয়োগ দেওয়া হবে। গতকাল রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, অর্থসচিব আবদুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবদুছ ছালাম আজাদ। অর্থমন্ত্রী বলেন, কোনো অদক্ষ ও অসৎ কর্মকর্তার জায়গা হবে না। সবাই ভালো কাজ করলেও একজন অসৎ থাকলে সব অর্জন ম্লান হয়ে যায়। আমরা স্বচ্ছ, দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক খাত গড়ে তুলতে কাজ করছি। মুস্তফা কামাল বলেন, অসাধু ব্যবসায়ীরা ব্যাংকের টাকা নিয়ে ভুল জায়গায় ব্যবহার করছেন। তারা টাকা ফেরত দিচ্ছেন না। এসব ব্যবসায়ীকে সহায়তাকারী ব্যাংক কর্মকর্তাদেরও খুঁজে বের করা হবে। কাউকে হয়রানি করতে নয়, কাউকে জেলেও পাঠানো হবে না। যারা অসাধু কর্মকর্তা আছেন তাদের বিষয়ে ব্যাংক পদক্ষেপ নেবে। যারা ব্যাংকের টাকা তসরুপ করেছেন তারা যদি সত্য স্বীকার করে টাকা ফেরত দেন আমরা মামলা করব না। সব ব্যাংকের বিশেষ অডিট হবে। এরপর পদক্ষেপ নেব অসৎ ব্যবসায়ী ও কর্মকর্তাদের বিরুদ্ধে। স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আবদুছ ছালাম আজাদ বলেন, ২০১৮ সালে জনতা ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ৬৭ হাজার ৫৫৫ কোটি টাকা। এই সময়ে ঋণ ও অগ্রিমের পরিমাণ ৫৩ হাজার ৩৭১ কোটি টাকা। লোকসানি শাখা ১টি কমে ৫৬টিতে দাঁড়িয়েছে। ক্রিসেন্ট ও এননটেক্স গ্রুপের ঋণের কারণে আমাদের খেলাপি ঋণ বেড়েছে। ক্রিসেন্ট গ্রুপের ঋণ আদায়ের লক্ষ্যে অর্থঋণ আদালতে আমরা মামলা করেছি এবং এননটেক্স গ্রুপের ঋণ আদায় ও নিয়মিতকরণে সমন্বিত পদক্ষেপ নিয়েছি। আশা করছি, ২০১৯ সালে শ্রেণিকৃত ঋণ কাক্সিক্ষত পর্যায় চলে আসবে।

চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ২৫ শতাংশ : এদিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল শেরেবাংলানগরের এনইসিতে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধির হার ৮ দশমিক ২৫ শতাংশ অর্জিত হবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ গত ১০ বছরে ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করতে সমর্থ হয়েছে।

সর্বশেষ খবর