বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সরকারের জবাবদিহিতা নেই

নিজস্ব প্রতিবেদক

সরকারের জবাবদিহিতা নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১০ বছরে দেশে মানুষের ক্রয়ক্ষমতা ও প্রকৃত ইনকাম কমে গেছে। তার ওপরে দাম বাড়ানো হচ্ছে। সরকারের জবাবদিহিতা নেই, তাই তারা  সবকিছু উপেক্ষা করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াচ্ছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে গতকাল বাংলাদেশ জাতীয় দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস ও বাংলাদেশি জাতীয়তাবাদের মূল উৎপাটনের ষড়যন্ত্র’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। আলোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের সদস্য মইনুল ইসলাম প্রমুখ। আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশের দুই শতাংশ বা কয়েক শতাংশ মানুষের কাছে সব সম্পদ পুঞ্জীভূত। এরা হাজার কোটি, লক্ষ  কোটি টাকার মালিক। এদের জন্যই সরকারের সব নীতিমালা প্রণয়ন হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর