বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বন্ড সুবিধার পণ্যে শিল্পে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক

বন্ড সুবিধার পণ্যে শিল্পে অস্থিরতা

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, বন্ড সুবিধায় পণ্যে এনে খোলাবাজারে বিক্রি করছে। এতে দেশের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কাপড়, কেমিক্যাল, কাগজের আলাদা কতগুলো মার্কেট গড়ে উঠেছে। সেখানে বন্ডের মালামাল বিক্রি হয়। এগুলো বন্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি- এসব ফাঁকিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। গতকাল রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এমসিসিআই আয়োজিত ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমসিসিআই সভাপতি নিহাদ কবির। এনবিআর চেয়ারম্যান বলেন, আমি দ্বিমুখী চাপের মধ্যে আছি। রাজস্ব প্রতি বছর বাড়াতে হবে। কিন্তু অন্যায্যভাবে কারও কাছ থেকে রাজস্ব আদায় করা যাবে না। তবে এখনই অগ্রিম আয়কর কমাতে পারব না। তিনি বলেন, করপোরেট কর কমিয়ে দেওয়া হলে রাজস্ব আয়ে যে প্রভাব পড়বে, তা কোনোভাবেই সামাল দিতে পারবে না এনবিআর। তবে পর্যায়ক্রমে কমানোর চেষ্টা করব।

সর্বশেষ খবর