Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
নতুন জাতের ধানে অভাবনীয় সাফল্য নতুন জাতের ধানে অভাবনীয় সাফল্য

দেশের ধান উৎপাদনে এসেছে ব্যাপক সাফল্য। আর এর পেছনে সবচেয়ে মুখ্য ভূমিকা রেখেছে নতুন নতুন উচ্চফলনশীল ধানের জাত। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে ধানের উৎপাদন ছিল অতি সামান্য। আর সেই উৎপাদনকে ছাড়িয়ে বিশে^র অন্যান্য সেরা উৎপাদনকারী দেশের সঙ্গে শীর্ষস্থানে ভাগ বসিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) একে একে ৯৪টি ধানের জাত উদ্ভাবন করে এ সাফল্য এনে দিয়েছে। বিশেষ করে গত ১২ বছরে ধানের উৎপাদনে মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। ৯৪টি জাতের মধ্যে ৪৭টি জাত উদ্ভাবিত হয়েছে গত এক যুগে। এরমধ্যে ছয়টি হাইব্রিড। আরও দুটি উন্নত জাত অবমুক্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আগের হাজারো আদি ধানের জাত এখন আর আবাদ হয় না। যদিও ওইসব জাত বা দেশীয় জাতের নমুনা সংরক্ষণ ও ব্যবহার করে বৈজ্ঞানিক উপায়ে নতুন নতুন জাত উদ্ভাবন করছেন গবেষকরা। তবে কেউ কেউ বলছেন দেশীয় ওইসব ধানের জাত এখন বিলুপ্তির পথে। তবে বিলুপ্তির এই বিষয়টি…

সর্বশেষ খবর