রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দেশে ফিরেছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

বিমানে ওঠার ঠিক আগে টুইট করেছেন টেস্ট ক্রিকেটে দুই দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার মুশফিকুর রহিম, ‘আলহামদুলিল্লাহ। অবশেষে ঘরে ফিরছি।’ এই টুইটেই স্পষ্ট নিউজিল্যান্ড ছাড়তে পেরে কতটা হাঁফ ছেড়ে বেঁচেছেন মুশফিক এবং অন্য ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে একজন শেতাঙ্গ সন্ত্রাসীর নারকীয় হত্যাযজ্ঞে নিহত হয়েছেন ৪৯ মুসলিম। অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ভয়ঙ্কর এই সন্ত্রাসী হামলায় বাতিল হয়েছে ক্রাইস্টচার্চ টেস্ট। টেস্ট বাতিল হওয়ায় এবং সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়ায় দেশে ফিরতে আকুল ক্রিকেটাররা গতকাল রাতেই ফিরেছেন। শুক্রবার ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন মাহমুদুল্লাহ, মুশফিক, তামিমসহ দলের অপরাপর ক্রিকেটাররা। সেদিনই ব্রেন্টন ট্যারেন্ট নারকীয় হত্যাযজ্ঞ চালায়। ভাগ্যগুণে ঘটনার মাত্র ৫ মিনিট পর মসজিদ স্থলে পৌঁছায় টাইগার ক্রিকেটারদের বহনকারী টিম বাসটি।

যদি একটু আগে পৌঁছাতো, তাহলে ঘটনাটি অন্যরকম হতো। ভাগ্যগুণে বেঁচে যাওয়ায় কান্নার রোল পড়ে যায় ক্রিকেটারদের মধ্যে। বিসিবি এরমধ্যেই যোগাযোগ শুরু করে ক্রিকেটারদের সঙ্গে এবং গতকাল সব ক্রিকেটারকে সিঙ্গাপুর এয়ারওয়েজে করে দেশে ফিরিয়ে আনে। নারকীয়, জঘন্য এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে বাংলাদেশসহ গোটা পৃথিবী। হতবাক হয়ে পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ভারতের অধিনায়ক বিরাট কোহলিসহ সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। নিন্দার ঝড় বয়ে যায় গোটা বিশ্বে। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের নারকীয় ঘটনার শিকার হতে হয়নি বলে হাফ ছেড়ে বেঁচেছেন।

সর্বশেষ খবর