রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মহানায়কের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

মহানায়কের জন্মদিন আজ

আজ ১৭ মার্চ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির মুক্তিদূত বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তাঁর পিতা শেখ লুৎফর রহমান। মাতা সায়রা খাতুন। বঙ্গবন্ধুর ঘরোয়া নাম ছিল ‘খোকা’। নিভৃত গ্রাম টুঙ্গিপাড়ায় সেই খোকা কালক্রমে নিজের অসীম সাহস, প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব, সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর ত্যাগ স্বীকারের মাধ্যমে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। বাংলাদেশের  ইতিহাসের মহানায়ক। জাতির পিতার জন্মদিনটি প্রতি বছরের মতো আজ জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ সরকারি ছুটি। রাষ্ট্রীয় মর্যাদায় জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাসভবনে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ শাহাদাতবরণ করেন। বঙ্গবন্ধু মুজিবের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে তাঁর স্থপতিকে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াতেও প্রতিবারের মতো এবারও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ   হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে জাতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। এ সময় গার্ড অব অনার প্রদান করা হবে। এর আগে সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ৭টায় প্রধানমন্ত্রী রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। জাতীয় প্রেস ক্লাব : শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি বেলা ১১টায়, চিত্র প্রদর্শনী ও বার্বিকিউ নাইট। মুক্তির গান : জাতীয় শিশু দিবসের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মানিক মিয়া এভিনিউয়ে বিকাল ৪টায়।  ক্যান্সার রিসার্চ সেন্টার : ক্যান্সার রিসার্চ সেন্টার ও ব্রেইন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা সকাল ১০টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে। ডিআরইউ : ডিআরইউ সদস্য সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বেলা ১১টায় ডিআরইউ সাগর-রুনি মিলনায়তন। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা : উৎসব র‌্যালি ফার্মগেট তেজগাঁও কলেজ প্রাঙ্গণ সকাল ১০টায়।

কেন্দ্রীয় কচিকাঁচার মেলা : আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুনবাগিচা কচিকাঁচা ভবন মিলনায়তন।

বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদ : সকাল ১০টায় ট্রাকযোগে বাউল সংগীত এবং বিকাল ৫টায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভা।

বঙ্গবন্ধু পরিষদ : জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা সকাল ১০টায়। 

রোলার স্কেটিং ফেডারেশন : দোয়া অনুষ্ঠান ও শিশু স্কেটচারদের মধ্যে খাবার বিতরণ বিকাল ৪টায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় : বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা সকাল ৯টায় বিএসএমএমইউ আউটডোরে।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদ : আলোচনা সভা ও দোয়া মাহফিল বিকাল ৪টায় ৫১/এ পুরানা পল্টন কার্যালয়ে। 

গৌরব ’৭১ : ঢাবি চারুকলা অনুষদে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা সকাল ১০টায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর