রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নিখোঁজ সাবেক রাষ্ট্রদূত মারুফ ফিরে এসেছেন

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজ সাবেক রাষ্ট্রদূত মারুফ ফিরে এসেছেন

প্রায় ১৬ মাস নিখোঁজের পর বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। তার পারিবারিক সূত্র এ তথ্য দিয়ে বলেছেন, তিনি ভালো আছেন। তবে এ বিষয়ে তারা আর কিছু বলতে চাচ্ছেন না। তার বড় মেয়ে শবনম জামানও ফেসবুকে এ বিষয়ে পোস্ট দিয়েছেন। তার বাবার ফিরে আসার তথ্য দিয়ে বলেছেন, ‘এ মুহূর্তে এ ব্যাপারে আমরা আর কিছু  বলতে চাই না।’ ২০১৭ সালের ৪ ডিসেম্বর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছোট মেয়ে সামিহা জামানকে আনতে ধানমন্ডির বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মারুফ জামান। তার বড় মেয়ে গতকাল সন্ধ্যা ৬টার কিছু আগে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘সাড়ে ১৫ মাস বা ৪৬৭ দিন পর আমার বাবা ফিরে এসেছেন।’ 

এই সময়ে যারা আমাদের পাশে ছিলেন তাদের প্রতি আমি ও আমার ছোট বোন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন সবাইকে অনুরোধ করব যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি তা ভুলে থাকতে আমরা কিছুটা সময় নিজেদের মতো থাকতে চাই। এ বিষয়ে এখন আমাদের আর বিস্তারিত কিছু বলার নেই।’

জানা গেছে, শুক্রবার রাত ১২টার পর অপহরণকারীরা মারুফ জামানের পকেটে কিছু টাকা গুঁজে দেয়। তারপর তিনি সিএনজিতে করে তার ধানমন্ডির ৯/এ সড়কের বাসায় পৌঁছান। তিনি সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন এবং কাতার ও ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে বিদেশি মিশন থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

সর্বশেষ খবর