রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শিক্ষক পিতৃতুল্য বোধটা ছেলেবেলায় শেখা

শিক্ষক পিতৃতুল্য বোধটা ছেলেবেলায় শেখা

আমাদের অনেক বড় বাড়ি ছিল। কয়েক বিঘা নিয়ে বাগান ছিল। বাড়ির গাছের ফল নিয়ে বাজার থেকে মিষ্টি কিনে এনে একটা বড় ডালা সাজিয়ে সেটা স্যারের বাসায় নিয়ে যেতাম। কী খুশি হতেন স্যার। বাড়ির সামনে থেকেই চিৎকার দিয়ে উঠতেন, এই তোরা আয়, ইব্রাহীম ভালো রেজাল্ট করেছে। মিষ্টি নিয়ে এসেছে। বলে ওখানেই পড়শিদের মধ্যে মিষ্টি বিতরণ শুরু করতেন স্যার। ♦ খোন্দকার ইব্রাহীম খালেদের কথা দশম বর্ষে বাংলাদেশ প্রতিদিন পৃষ্ঠায়

সর্বশেষ খবর