সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

প্রতিদ্বন্দ্বিতাহীনতায় আস্থা হারিয়েছে

অধ্যাপক আতাউর রহমান

প্রতিদ্বন্দ্বিতাহীনতায় আস্থা হারিয়েছে

এ দেশের মানুষ সব সময়ই ভোট দিয়ে আসছে। এ জন্য ভোটের প্রতি আস্থা নেই তা বলা যাবে না। তবে প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটের প্রতি আস্থা হারিয়েছে জনগণ। এখন নির্বাচন মনোনয়নসর্বস্ব হয়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক আতাউর রহমান এসব কথা বলেন। এ রাষ্ট্রবিজ্ঞানী আরও বলেন, একদলের আধিপত্য এবং নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। এ জন্য অন্য দল, ব্যক্তিত্ব এ ধরনের নির্বাচনের প্রতি আস্থা হারিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও আস্থা হারিয়ে ফেলেছেন। তারাও জানে যে, এ নির্বাচনে যে দলের আধিপত্য বেশি তাদের মনোনয়ন পেলেই নির্বাচনে জিতবে। তার মানে মনোনয়নসর্বস্ব নির্বাচন হয়ে গেছে। এ জন্য নির্বাচনে অংশগ্রহণে অন্য দল কিংবা বিভিন্ন গোষ্ঠীর মানুষ আগ্রহী হচ্ছে না। নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতিও মানুষের আস্থা নেই। তারা যে নিরপেক্ষ ভূমিকা পালন করবে সে ব্যাপারে মানুষ আস্থা রাখতে পারছে না। এ জন্য মানুষের মধ্যে ভোটবিমুখিতা তৈরি হয়েছে।

সর্বশেষ খবর