Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৭ মার্চ, ২০১৯ ২৩:২০

ভিডিও ভাইরাল

রাস্তায় আবর্জনা ছড়িয়ে পরিচ্ছন্নতা অভিযান!

নিজস্ব প্রতিবেদক

রাস্তায় আবর্জনা ছড়িয়ে পরিচ্ছন্নতা অভিযান!
পরিচ্ছন্নতা অভিযানের আগে রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা হয়। ছড়িয়ে পড়েছে এই ভিডিও

ভ্যানে করে ময়লা কাগজ এনে ছিঁড়ে টুকরো করে রাস্তায় ফেলছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন কর্মী। হ্যান্ডমাইক হাতে তাদের নির্দেশনা দিচ্ছেন আরেক কর্মী। কিছুক্ষণ পর আবর্জনা ছিটানো এই রাস্তার ময়লা অপসারণ করে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্য নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

গতকাল দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘বিশেষ পরিচ্ছন্ন অভিযান ও দেয়ালচিত্র’ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সরেজমিনে দেখা গেছে, গতকাল সকাল থেকে ওই এলাকাসহ আশপাশের প্রতিটি সড়ক ও অলিগলি পরিষ্কার করা হয়। সড়কে দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডারও ছিটানো হয়। ডিএনসিসি কর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও এ কাজে অংশ নেন। ভিডিওতে দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্ন সড়কটিতে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একটি ভ্যানগাড়িতে করে ছেঁড়া পোস্টার ও কাগজপত্র সংগ্রহ করে ফের তা সড়কেই ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হচ্ছে। ডিএনসিসির দুজন পরিচ্ছন্নতাকর্মী ময়লা কাগজ টুকরো-টুকরো করে সড়কে ফেলে যাচ্ছেন। হ্যান্ডমাইক হাতে আরেক পরিচ্ছন্নতাকর্মীকে তাদের দিকনির্দেশনা দিতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী জানান, মেয়র আতিকুল ইসলাম পরিচ্ছন্নতা কাজ উদ্বোধন করতে আসবেন। কিন্তু এর আগেই পুরো রাস্তা পরিষ্কার করা হয়। উদ্বোধনের আগে দেখা গেল সড়কে কোনো ময়লা নেই। তাই কিছু ময়লা সংগ্রহ করে মেয়র আনিসুল হক সড়কে ময়লা ফেলে রাখার জন্য স্যাররা বলেছেন। তারা বলেন, ‘আমরা শুধু সেই নির্দেশ বাস্তবায়ন করছি।’ এরপর মেয়র আতিকুল ইসলাম তার সহকর্মীদের নিয়ে সড়কটিতে পরিচ্ছন্নতা কাজ উদ্বোধন করেন। এ সময় তিনি বেশ কিছু স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীকে নিয়ে সড়কটি পরিষ্কার করেন। সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের বিষয়ে জানতে চাইলে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আসলে কীভাবে হলো আমার নলেজে নেই। এটা অবশ্যই ঠিক হয়নি। কিন্তু আমাদের বার্তা হচ্ছে রাস্তা পরিষ্কার রাখতে হবে। ময়লা ফেলা যাবে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কিন্তু পরিচ্ছন্ন রাস্তায় তারা ফের কেন ময়লা ফেলল, খোঁজ নেব।’


আপনার মন্তব্য