সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর জন্মদিন আন্তর্জাতিক পর্যায়ে নেব

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জন্মদিন আন্তর্জাতিক পর্যায়ে নেব

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আগামী বছর ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। দেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমন্ত্রণ জানানো হবে। আমরা বঙ্গবন্ধুর জন্মদিনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব। গতকাল সকালে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পৃথিবীর বড় বড় কবি-সাহিত্যিকদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে হাজির করতে আওয়ামী লীগ এরই মধ্যে কাজ শুরু করেছে। আমরা সেমিনার, প্রকাশনাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছি। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। তাই বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাব। এটাই বঙ্গবন্ধুর শততম জন্মদিনে আমাদের অঙ্গীকার।

সর্বশেষ খবর