মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

খালেদা অসুস্থ নেওয়া হয়নি আদালতে

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অসুস্থতার কারণে আদালতে হাজির করা হয়নি। ফলে গতকাল গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিও পিছিয়েছে। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ দিলজার হোসেন আগামী ১৭ এপ্রিল শুনানির নতুন দিন ধার্য করেছেন। গতকাল বেলা ১১টা ৩৮ মিনিটে বিচারক এজলাসে আসেন। এ সময় কারা কর্তৃপক্ষ আদালতে জানায়, খালেদা জিয়া অসুস্থ, তাই তাকে হাজির করা সম্ভব হয়নি। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, ‘আজ (সোমবার) অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। দুদকের পক্ষ থেকে আমরা শুনানি করেছি। এখন আসামিপক্ষ শুনানি করবে।’ খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় অন্য আসামিদের শুনানি করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। যে কারণে কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি। আইন অনুযায়ী, মামলার সব আসামির উপস্থিতিতে শুনানি হওয়ার কথা। আমরা মামলার কাগজপত্র চেয়ে আবেদন করেছিলাম। সেই কাগজপত্র এখনো পাইনি।’ আদালতকে তখন মোশাররফ হোসেন কাজল জানান, মামলার কাগজপত্র দুদকের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। আদালত ওই কাগজপত্র আদালতে জমা দিতে বললে মোশাররফ হোসেন কাজল জানান, তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। আদালত দুই পক্ষের বক্তব্য শুনে শুনানির নতুন দিন ঠিক করে এজলাস ত্যাগ করেন। পৃথক দুর্নীতির মামলায় দি ত খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে রাখা হয়েছে। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি সেখানে অবস্থান করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর