শিরোনাম
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাইপাস সার্জারি নিয়ে আজ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

বাইপাস সার্জারি নিয়ে আজ সিদ্ধান্ত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি কবে করা হবে সে বিষয়ে চিকিৎসকরা আজ সিদ্ধান্ত দেবেন। গতকাল এ তথ্য জানান সেতুমন্ত্রীর তথ্য কর্মকর্তা আবু নাছের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আবু নাছের সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল তিনি (ওবায়দুল কাদের) সীমিতভাবে হাঁটাচলা করেছেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে এবং নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার বিষয়ে খোঁজখবর নেন। নিউজিল্যান্ড থেকে ক্রিকেটাররা সবাই নিরাপদে দেশে ফিরেছেন কিনা- তাও জানতে চান। আবু নাছের আরও বলেন, সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে আজ পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর চিকিৎসকরা বুধবার নাকি বৃহস্পতিবার তার বাইপাস সার্জারি করবেন- তা জানানো হবে। বাইপাস সার্জারির জন্য মন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কোহর নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর