বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা
তবু কেন অরক্ষিত সড়ক

কালক্ষেপণে দীর্ঘ হবে মৃত্যু পরিসংখ্যান

অধ্যাপক সামছুল হক

নিজস্ব প্রতিবেদক

কালক্ষেপণে দীর্ঘ হবে মৃত্যু পরিসংখ্যান

পরিবহন বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামছুল হক বলেন, পরিবহন খাতের বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। কোম্পানিভিত্তিক বাস সার্ভিসের মাধ্যমে এই সমস্যার সমাধানে পৌঁছানো সম্ভব। সরকারের এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণ হলে মৃত্যুর পরিসংখ্যান দীর্ঘ হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, রাজধানীর গণপরিবহনের এই নৈরাজ্য নিরসনে কোম্পানি ভিত্তিক বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এই প্রকল্প অর্থ প্রাপ্তির দিক থেকে লাভজনক না হওয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়ে না। এই কাজকে এগিয়ে নিতে উৎসাহের ভীষণ অভাব। এক কোম্পানি এক করিডরে কতটা ভালোভাবে কাজ করতে পারে তার উদাহরণ হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিস। এখন পর্যন্ত সড়ক পরিবহনে নজরদারি বাড়াতে কোনো প্রতিষ্ঠান তৈরি করা হয়নি। টেকসই সমাধান খুঁজতে চাইলে এসব বিষয়ে নজর দিতে হবে।

এই পরিবহন বিশেষজ্ঞ আরও বলেন, এই সরকার ধারাবাহিক এবং পরিপক্ব সরকার। তাই এখনই উপযুক্ত সময় এই সমস্যাগুলোর দৃশ্যমান সমাধানের। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত খুব দ্রুত এই প্রকল্প এগিয়ে যেতে পারে। এর অন্যথা হলে জনগণের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হবে। সমস্যা নির্ধারণ করে সঠিক জায়গায় মলম লাগাতে হবে।

সর্বশেষ খবর