রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দিনভর বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক

দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন আয়োজনে গতকাল উদযাপিত হলো দেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষের পথচলা। গত ১৫ মার্চ বাংলাদেশ প্রতিদিন ৯ বছর শেষ করে ১০ বছরে পা দেয়। এ উপলক্ষে গতকাল রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি হল-৪ এ (নবরাত্রী) দিনভর শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন পরিবার। বিভিন্ন রাজনৈতিক নেতা, শোবিজ তারকা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয় বসুন্ধরা কনভেনশন সিটি। বর্ণিল সাজে সাজানো হয় বসুন্ধরা কনভেনশন সিটির পাশাপাশি ইস্ট ওয়েস্ট মিডিয়া প্রাঙ্গণ। আলোকসজ্জা ছিল গোটা মিডিয়া প্রাঙ্গণে। বাংলাদেশ প্রতিদিন কার্যালয় পূর্ণ হয়েছে রং-বেরঙের ফুলের ডালিতে। বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আগত অতিথি ও শুভানুধ্যায়ীদের বরণ করে নেন। এবার বর্ষপূর্তিতে দেশের স্বনামধন্য নাগরিকদের বিশেষ সম্মাননা দেয় বাংলাদেশ প্রতিদিন। গুণীজন সম্মাননা দিয়ে শুরু হওয়া দিনভর আয়োজনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুস্বাদু মেজবানি খাবারের পাশাপাশি ছিল জনপ্রিয় সংগীতশিল্পীদের মন মাতানো পরিবেশনা। কনভেনশন সিটি মেতেছিল দশ সহস্রাধিক শুভানুধ্যায়ীর ভালোবাসায়। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অতিথিরা বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে আসেন। ভালোবাসা ও শুভ কামনায় সিক্ত করেন বাংলাদেশ প্রতিদিন পরিবারকে। তারা বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এরপর দ্বিতীয় পর্বে ফুলের ডালি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে অভিনন্দন জানান বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি। অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিকল্প ধারা, জাসদ, জেএসডি, নাগরিক ঐক্য, কমিউনিস্ট পার্টি, বাসদসহ সর্বস্তরের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, দেশের শীর্ষ ব্যবসায়ী, সংস্কৃতিসেবী, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি, সারা দেশের হকার, এজেন্টসহ সমাজের সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়। গোটা এলাকায় উৎসবের ঢল নামে। বিকাল পর্যন্ত কনভেনশন সিটিতে বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন আগত অতিথিরা। সন্ধ্যার পর বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এসেও অনেকেই ফুলেল শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ প্রতিদিনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও বিএফউজের মহাসচিব শাবান মাহমুদ।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের শুভেচ্ছা : বাংলাদেশ প্রতিদিনের দশ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম। এ ছাড়াও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ইকবালুর রহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আওয়ামী লীগ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার, আওয়ামী লীগ নেতা শফি আহমেদ। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষে শুভেচ্ছা জানান উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী ও প্রচার সম্পাদক আকতার হোসেন, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মোতাহার হোসেন সাজু, নুরুন্নবী চৌধুরী শাওন, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, কেন্দ্রীয় যুবলীগের সম্পাদকম লীর সদস্য মিজানুল ইসলাম মিজু, মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, যুগ্ম-সম্পাদক ও কমিশনার মমিনুল হক সাঈদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল ও মাকসুদুর রহমান, সম্পাদকম লীর সদস্য আরমান হক বাবু ও আশিকুর রহমান আতিকসহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, সাবেক ছাত্রনেতা শাহজাদা মহিউদ্দিন, ছাত্রলীগের সাবেক নেত্রী সুমনা আকতার লিলি প্রমুখ। আজীবন সম্মাননা গ্রহণের সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের স্টিয়ারিং কমিটির সভাপতি কবরী সারোয়ারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিদিন পরিবারকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রখ্যাত কণ্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক শাহনুর, বৃষ্টি রাণী সরকার উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠার পর থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখায় বাংলাদেশ প্রতিদিন পরিবারকে মুক্তিযোদ্ধা সফিকুর বাহার মজুমদার টিপুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের পক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতৃবৃন্দ। এ সময় তার সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, শরিফ উদ্দিন, আবদুল হাই, আবুল বাশার প্রমুখ। মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের শেখ আনার কলি পুতুল, সোহেলা আফসানা ইকো, সাইদা চৌধুরী তন্বী প্রমুখ। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের তানিয়া হক শোভা, কহিনুর মান্নান প্রমুখ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে সংগঠনের নেতারা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল সংগঠনের সাবেক নেতৃবৃন্দকে নিয়ে শুভেচ্ছা জানান। 

বিএনপি : দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকত উল্লাহ বুলু, ইকবাল হাসান মাহমুদ টুকু, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবদিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, রফিক শিকদার, রিয়াজউদ্দিন আহমেদ নশু, লায়ন ড. ফরিদুল ইসলাম, বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি, শামীমা বরকত লাকী, মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান, জাসাস সাধারণ সম্পাদক হেলাল খান, জাকির হোসেন রুকন, শাহরিয়ার ইসলাম শায়লা, যুবদলের পক্ষে মোরতাজুল করীম বাদরু, নূরুল ইসলাম নয়ন, শফিকুল ইসলাম মিল্টন, মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, যুবদলের সাবেক সহভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সহ-সভাপতি আবদুস সাত্তার পাটোয়ারী। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০ দলীয় জোটের পক্ষ থেকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনিও আসেন ফুলেল শুভেচ্ছা জানাতে। বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী, দলের প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, সারোয়ার হোসেন মিলন ও জাহাঙ্গীর আলম ফুলেল শুভেচ্ছা জানান। তৃণমূল বিএনপি ও বাংলাদেশ ন্যাশনাল এলায়েন্স (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদাও ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিনকে।

জাতীয় পার্টি : জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মন্ত্রী ও জাপা প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, নূরুল ইসলাম ওমর এমপি, সাবেক ছাত্রনেতা জাহিদ বিপ্লব, সাবেক কেন্দ্রীয় যুবনেতা কাজী শামসুল ইসলাম রঞ্জন শুভেচ্ছা জানান। এ ছাড়া জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব জাফর উল্লাহ খান চৌধুরী লাহরী, সাংগঠনিক সম্পাদক আবু তালেব দেওয়ান, লোকমান পাটোয়ারী, তানবীর দেওয়ান অপু, গোলাম মোস্তফাও আসেন ফুলেল শুভেচ্ছা জানাতে।

ইসলামী দল ও সংগঠন : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা আতাউল্লাহ আমিন, মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, মাওলানা ফয়সাল আহমদ। ওলামা মাশায়েখ তৌহিদী জনতা সংহতি পরিষদের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় কৃষি ও শিল্পবিষয়ক সম্পাদক আলহাজ আবদুর রহমান, কৃষক মজুর আন্দোলনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির, ছাত্র আন্দোলনের প্রচার ও যোগাযোগবিষয়ক সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ। সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান, মহাসচিব হাফেজ মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সদস্য মোসলেহ উদ্দীন ফোরকান, সদস্য হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

অন্যান্য দল : সাবেক ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ এমপিও ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন। এ ছাড়া জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার,  ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জাসদ নেতা সাজ্জাদ হোসেন, গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, যুগ্ম-মহাসচিব নুরুল কাদের চৌধুরী, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা নিলু চৌধুরী শুভেচ্ছা জানান।

ব্যবসায়ী-শিল্পপতি : বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে আসেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা। তাদের মধ্যে ছিলেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, এ কে আজাদ, সাবেক সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ নাসির, রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল, সিনিয়র সহ-সভাপতি নুরুন নবী চৌধুরী শাওন এমপি, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি বেনজির আহমেদ, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিজিএমইএ সাবেক সহ-সভাপতি শহিদুল আজিম, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বায়রার সাবেক সভাপতি নূর আলী, বারভিডা ও সিআইএস চেম্বারের সভাপতি হাবিব উল্লাহ ডন, এফবিসিসিআই পরিচালক আবু নাসের, হাসিনা নেওয়াজ, শফিকুল ইসলাম ভরসা, রাশিদুল হাসান চৌধুরী রনি, কাজী এরতেজা হাসান, মীর নিজাম, ঢাকা চেম্বারের সাবেক সহ-সভাপতি এম এস সেকিল চৌধুরী, রিয়াদ হোসেন, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এম এস সিদ্দিকী, মুদ্রণশিল্প মালিক সমিতির সভাপতি তোফায়েল খান, সাবেক সভাপতি শহীদ সেরনিয়াবাত, রানার গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী দ্বীন, সামিট গ্রুপের পরিচালক কান্তারা খান মুমু, রূপকার প্রোপার্টিজের এমডি সালমা হোসেন এশ, বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস মাহমুদ, সালাউদ্দিন ইউসুফ, হাফিজ আল আসাদ, হাজী মোহাম্মদ বেলায়েত প্রমুখ। এ ছাড়াও বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক আহমেদ রশীদ লালী ফুলেল শুভেচ্ছা জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী :  বাংলাদেশ প্রতিদিনকে ফুলেল শুভেচ্ছা জানান র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম, জামিল আহমেদ, পরিচালক (মিডিয়া) কমান্ডার মুফতি মাহমুদ খান, র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান, গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম, এএসপি মিজানুর রহমান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান, গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদ খান, এডিসি আবদুল আহাদ, এডিসি (ওয়ারী) নুরুল আমিন, এডিসি (মিডিয়া) ওবায়দুর রহমান, এডিসি (ট্রাফিক-উত্তর) গোবিন্দ চন্দ্র পাল, এসি মো. শামসুল হক, স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, ডিআইজি (পলিটিক্যাল) মাহবুব হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার, নৌ-পুলিশ প্রধান ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) পরিচালক কমোডর (অব.) নূরুল আবছার, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা, পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধর, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান, ডিজিএফআই’র মেজর আফিজুর রহমান, বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা শাখার মোস্তফা জামান, মিরাজ আহমেদ, আবদুস সালাম, রেলওয়ে পুলিশের ডিআইও মো. খোকন মিয়া, নৌবাহিনীর লে. কমান্ডার বরুণ কুমার সরকার ও এডি মিজানুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পুলিশের ওয়ারী বিভাগের এডিসি নুরুল আমিন।

শিক্ষাবিদ ও প্রতিষ্ঠান : শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জনপ্রিয় এ দৈনিককে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি দীপিকা রানী সরকার, সাধারণ সম্পাদক ড. নূর মোহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের পক্ষে জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের পরিচালক মিল্টন বিশ্বাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মিথুন মিয়া, সহকারী প্রক্টর মোস্তফা কামাল, রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার জাহিদ আলম শুভেচ্ছা জানান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, সহকারী পরিচালক ইমরান হোসেন। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, পাবলিক রিলেশন পরিচালক জামিল আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিউর রহমান, জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদদীন ও জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক শামসেয়ারা খান ডলি, মাহবুব আরেফিন, মুহা. মুরতাজা আমান ফুলেল শুভেচ্ছা জানান। নর্দান বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. কাজী সাদাত কবির রিমন, অতিরিক্ত রেজিস্ট্রার আবুল হোসেন, বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) জিসান আল জুবাইর, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এমকে বাশার, এআরএম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পক্ষেও বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানাতে বিশিষ্টজনদের মধ্যে আসেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুুল মজিদ, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্বের শতাধিক দেশ ভ্রমণকারী কাজী আসমা আজমেরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আইনাঙ্গন : শুভেচ্ছা জানান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, এএম আমিন উদ্দিন মানিক, শেখ সিরাজুল ইসলাম সিরাজ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

চিকিৎসকবৃন্দ : শুভেচ্ছা জানান অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. আবদুুল মান্নান, অধ্যাপক ডা. রিয়াজ মোবারক, ডা. এম শমসের আলী, ডা. এমআর করিম রেজা, ডা. মেহরান হোসেন, ডা. আফরিন সুলতানা, ডা. তানিয়া আলম, ডা. এম ইয়াসিন আলী ও ডা. এমএ মলি।

সাংস্কৃতিক অঙ্গন : সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের মধ্যে শুভেচ্ছা জানাতে আসেন চলচ্চিত্রকার সোহানুর রহমান সোহান, বুলবুল বিশ্বাস, নঈম ইমতিয়াজ নেয়ামুল, চিত্রনায়ক উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, হেলাল খান, নাঈম, আমিন খান, ফেরদৌস, জায়েদ খান, বাপ্পী, ইমন, সম্রাট, আমান, ডি এ তায়েব, চিত্রনায়িকা দিলারা, শাহনূর, আইরিন, শিরিন শিলা, পূজা চেরী, আইটেম গার্ল বিপাশা কবির, খল অভিনেতা মিশা সওদাগর, নৃত্য পরিচালক মাসুম বাবুল, মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও প্রযোজক ইফতেখার নওশাদ, জাজের সিইও আলিমুল্লাহ খোকন প্রমুখ। টেলিভিশন তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম, আমিরুল ইসলাম চৌধুরী, আহসানুল হক মিনু, শহীদুল আলম সাচ্চু, আহসান হাবীব নাসিম, বন্যা মির্জা, জাকিয়া বারী মম, আবদুন নূর সজল, শবনম ফারিয়া, বুলবুল টুম্পা, বিপ্লব সাহা, স্বপ্নীল সজীব, আনজাম মাসুদ, খন্দকার ইসমাইল, ওমর আয়াজ অনি, অন্তু করিম, মৌটুসী প্রমুখ। সংগীতাঙ্গনের তারকাদের মধ্যে ছিলেন কণ্ঠশিল্পী রফিকুল আলম, কুমার বিশ্বজিৎ, হায়দার হোসেন, ফকির শাহাবুদ্দিন, রবি চৌধুরী, শুভ্রদেব, সেলিম চৌধুরী, তিশমা, ধ্রুব গুহ, পড়শী, কর্ণিয়া, টুম্পা, ববি রাজবংশী, শিল্পী বিশ্বাস, অনন্যা, শাকিলা শুক্লা, রেশমী, এফ এ সুমন, রানা, বাপ্পী, পিংকি ছত্রী, তরুণ মুন্সী, টিনা মুশতারি, বেলি প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ : সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা জানান, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দিপু সারওয়ার, বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে ডিএমডি টিপু আলম, হেড অব নিউজ অশোক চৌধুরী ও প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টি ফোরের রাহুল রাহা, যুগান্তরের পক্ষ থেকে আহমেদ দিপু, এহসানুল হক বাবু, শেখ মামুনুর রশীদ।

বিভিন্ন হকার্স সমিতি : ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, সহ-সভাপতি মো. নুর নবী খান, সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, সার্কুলেশন ম্যানেজার মো. আবুল কালাম, সিটি সুপারভাইজার মো. কোরবান আলী, পরিচালক মো. মনির হোসেন ভূঁইয়া ও অন্য নেতৃবৃন্দ। সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা মো. আলাউদ্দিন, সভাপতি মো. বাহার, সাধারণ সম্পাদক মো. সাহাবউদ্দিন, উপদেষ্টা মো. মোরশেদ আলম, সার্কুলেশন ম্যানেজার মো. সালাউদ্দিন নোমান ও অন্য নেতৃবৃন্দ। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মো. আলী। এ ছাড়া অন্য সব বিভাগ, জেলা ও উপজেলার এজেন্টবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন রিন্টু, সাধারণ সম্পাদক আ. সালাম, হামীম পরিবহনের মুক্তার হোসেন, পদ্মা পরিবহনের রুবেল  ও অন্য পরিবহন এজেন্টবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশ সার্কুলেশন ম্যানেজার’স অ্যাসোসিয়েশনের সব ম্যানেজার ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ প্রতিদিনের পুরস্কৃত হলেন যারা : বর্ষসেরা কর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন- সিনিয়র সহকারী সম্পাদক কালাম আজাদ, সিনিয়র রিপোর্টার মির্জা মেহেদী তমাল ও রুকনুজ্জামান অঞ্জন, নিজস্ব প্রতিবেদক জয়শ্রী ভাদুড়ী, অনলাইন ইনচার্জ শামসুল হক রাসেল। এ ছাড়া বিজ্ঞাপন বিভাগের জিএম মাসুদুর রহমান, সিনিয়র ডেপুটি ম্যানেজার মো. নুরুজ্জামান, সিনিয়র ডেপুটি ম্যানেজার আনোয়ার হোসেন শ্রাবণ ও মো. সালাহ উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ আবদুল মান্নান সরকার ও রেদওয়ান আলম তূর্য, সার্কুলেশন বিভাগের জিএম মো. বিল্লাল হোসেন মন্টু, সিনিয়র ডেপুটি ম্যানেজার মো. আমীর হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ মো. সাদেকুল ইসলাম। আনন্দঘন অনুষ্ঠানে দিনভর উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের ইনচার্জ হাসনাইন খুরশিদ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক জুয়েল মাজহার, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল,  বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের, উপ-সম্পাদক মাহমুদ হাসান, কমার্শিয়াল উপদেষ্টা খন্দকার কামরুল হক শামীম, প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, বার্তা সম্পাদক কামাল মাহমুদ, প্রধান প্রতিবেদক মনজুরুল ইসলাম, সিটি এডিটর শিমুল মাহমুদ ও জাহাঙ্গীর আলম, বিজ্ঞাপন বিভাগের জিএম মাসুদুর রহমান, সার্কুলেশন বিভাগের জিএম বিল্লাল হোসেন মন্টু। এ ছাড়াও নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান, প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নিসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিবারের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর