Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৩ মার্চ, ২০১৯ ২৩:৪২

ওবায়দুল কাদের সুস্থ

নিজস্ব প্রতিবেদক

ওবায়দুল কাদের সুস্থ

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর এন্ডো ট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে এবং ঘুমের ওষুধ কমিয়ে আনা হচ্ছে। সিঙ্গাপুরে অবস্থানরত ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী গতকাল স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে পরিবারের সদস্য ও অন্যদের এ তথ্য জানান। টিউব খোলার পর ডা. রিজভীর সঙ্গে ওবায়দুল কাদেরের কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গত বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও  থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। এ সময় হাসপাতালের লবিতে ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ছোট ভাই আবদুল কাদের মির্জাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য