সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বিএনপি একটি নেতৃত্বহীন দল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি একটি নেতৃত্বহীন দল

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি একটি নেতৃত্বহীন দল। এর শীর্ষ পর্যায়ের নেতারা দুর্নীতি-সন্ত্রাসের কারণে কারাগারে এবং দেশের বাইরে পলাতক। ব্যর্থ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ নেতাদের দিয়ে আর যাই হোক সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। যার কারণে বিএনপি গর্তের দিকে চলে গেছে। তারা রাস্তায় নেই। গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, দেশে বিএনপি-জামায়াতের মতো  নেতিবাচক রাজনৈতিক দল না থাকত, তাহলে আমরা  দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। আজকে  দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা, সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকা , ভালো কাজকে বাধাগ্রস্ত করে  দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই হচ্ছে এই দলটির কাজ। তিনি বলেন, ৪০ শতাংশ ভোটার উপস্থিতি থাকলে স্ট্যান্ডার্ড নির্বাচন ধরা হয়। পশ্চিমা দেশগুলোতে ১২ শতাংশ ১৫ শতাংশের বেশি ভোট কাস্ট হলে ওখানে অনেক ভোট হিসাব ধরা হয়। যেহেতু দেশের মানুষ নির্বাচনমুখী সেহেতু এখানে ভোট কাস্টিংটা একটু  বেশি হয়। সেই হিসেবে ৪৫ শতাংশ যথেষ্ট। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির  চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাহফুজুল ইসলাম প্রিন্স।

সর্বশেষ খবর