সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বিএনপি ভাঙা যাবে না

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ভাঙা যাবে না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা করা হয়েছে। ভাঙা যায়নি। বিএনপিকে ভাঙা যাবে না। জাতীয় ঐক্যেও সুপরিকল্পিতভাবে ভাঙন সৃষ্টির অপচেষ্টা হচ্ছে। গতকাল বিকালে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ‘আজকে খুব সুপকিল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে জনগণের ঐক্যকে ভেঙে ফেলার। ৩০ ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যে ভাঙন সৃষ্টির  চেষ্টা করা হচ্ছে। দেশনেত্রীর নির্দেশে আমরা এই ঐক্যকে আরও সুদৃঢ় করব এবং সমগ্র বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এ স্বৈরাচার আওয়ামী লীগকে পরাজিত করব।’ গতকাল বিকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়। সংগঠনের সভাপতি টিএম গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান সম্রাটের পরিচালনায় আলোচনা সভায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম  হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রয়াত নেতার মেয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দুল ইসলাম রিংকু ও  সাংবাদিক মাহফুজউল্লাহ বক্তব্য দেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রশ্নই উঠে না। কে বলেছে এ কথা। প্রথমে কর্মসূচি গেছে, মুক্তির কথা ছিল। এখনো কর্মসূচি চলছে। এসব মিথ্যা কথা বলবে না। কখনই জনগণকে বিভ্রান্ত করবেন না। আমি যে কথা বার বার বলি, কিছু আমরা আছি, যারা জনগণকে বিভ্রান্ত করি, জনগণকে বিভ্রান্ত করা যাবে না, উচিত নয়। রাজনৈতিক শক্তি যারা আছেন, সত্যিকার অর্থে দেশপ্রেমিক যারা আছেন তাদের এসব উপলব্ধি করতে হবে। এই ভয়ঙ্কর ফ্যাসিবাদকে সরাতে হবে ক্ষমতা থেকে। সেই সরাতে গিয়ে সেই ঐক্য ভেঙে গেলে আর কোনো দিন তাদের সরাতে পারবেন না। আজকে আমাদের ছোট-খাটো সমস্যাকে বড় করে না দেখে অটুট ঐক্য গড়ে তুলতে হবে। একই সঙ্গে জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই আমাদের এগোতে হবে। আসুন এই দখলদার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করি।’ জেএসডির সভাপতি আ স ম আবদুর রব সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এটা চিরস্থায়ী বন্দোবস্ত এভাবে টিকে থাকবে। আমি বলছি, অসম্ভব। হিটলার নাই, মোসলিন নাই,  ফেরাউন নাই, সাদ্দাম হোসেন নাই, আপনারাও থাকবেন না। ২০  ফেব্রুয়ারি রাতে সব মামলা প্রত্যাহার করে শেখ মুজিবকে যেমন জনগণ বের করে নিয়ে এসেছে, খালেদা জিয়াও সেভাবেই মুক্ত হবেন। আন্দোলন কখনো ব্যর্থ হয় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর