সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মোদি ও মমতা মিথ্যাবাদী

প্রতিদিন ডেস্ক

মোদি ও মমতা মিথ্যাবাদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের পূর্ণিয়া ও বাংলার চাঁচলের জনসভা থেকে আসন্ন লোকসভার গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক চরিত্রকেই কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিহারের জনসভা থেকে ‘চৌকিদার নরেন্দ্র মোদি’র উদ্দেশে একের পর এক মন্তব্য করেন কংগ্রেস সভাপতি। আর মালদায় এসে রাহুল গান্ধীর অভিযোগ- ‘বাংলায় একনায়কতন্ত্র চলছে, মোদি ও মমতা মিথ্যাবাদী।’ মালদার চাঁচলের জনসভা থেকে কংগ্রেস সভাপতির বক্তব্য, ‘আপনাদের মুখ্যমন্ত্রী শুধুই প্রতিশ্রুতি দেন। কিন্তু, কিছুই হয় না এই রাজ্যে। বাংলায় কী উন্নয়ন হয়েছে- তা সবাই জানে। একনায়কতন্ত্র চলছে। জনতার কথা কেউ শোনে না এখানে।’ রাজ্যের শাসকদলের হাতে ‘কংগ্রেস কর্মী-সমর্থকরা আক্রান্ত’ হচ্ছেন। পশ্চিমবঙ্গের ‘এই দিন’ পত্রিকা জানায়, নাম না করলেও, কংগ্রেস সভাপতির বক্তৃতার টার্গেট ছিলেন প্রাক্তন কংগ্রেস নেত্রী তথা মালদা উত্তর থেকে তৃণমূল প্রার্থী মৌসম নূর। রাহুল বলেন, মালদার পুরনো কংগ্রেস প্রার্থী মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। তাকে আপনারা শিক্ষা দিন, বুঝিয়ে দিন প্রতারণা করলে কী হয়। রাজ্যের শাসকদল ছাড়াও স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় শাসকদলের উদ্দেশ্যেও কড়া বক্তব্য দেন কংগ্রেস সভাপতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর