মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সেই উপজেলা চেয়ারম্যান নিয়ে তোলপাড়, নিন্দা

নিজস্ব প্রতিবেদক

সেই উপজেলা চেয়ারম্যান নিয়ে তোলপাড়, নিন্দা

সংবর্ধনা নিতে গিয়ে বান্দরবানের আলীকদম উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালামের এক ম্রো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে জড়িয়ে ধরার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। উঠেছে নিন্দার ঝড়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন বিধবা নারীকে এভাবে তার ইচ্ছার বিরুদ্ধে প্রকাশ্যে হেনস্তা করার দায়ে চেয়ারম্যানের বিচারও চেয়েছেন অনেকে। ২৪ মার্চ ছবিটি ফেসবুকে ভাইরাল হওয়া শুরু করলেও গতকালও দিনভর মানুষ চেয়ারম্যান আবুল কালামের এ কর্মকাে র সমালোচনা করে ম্রো নারীর প্রতি যৌন হয়রানির অপরাধে চেয়ারম্যানকে শাস্তি দেওয়ার দাবি জানান। যদিও চেয়ারম্যান আবুল কালাম দাবি করেছেন, তিনি কোনো অসদুদ্দেশ্যে নন, বরং সান্ত্বনা দিতেই সেই নারীকে জড়িয়ে ধরেছিলেন। নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে আলীকদম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মেরিনচর পাড়ায় ২২ মার্চ সংবর্ধনা নিতে যান আবুল কালাম। সেখানে ম্রো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দেওয়া সংবর্ধনায় একজন ম্রো নারীকে জড়িয়ে ধরেন আবুল কালাম। সে সময় সেই নারীর অভিব্যক্তিতে অস্বস্তি স্পষ্টভাবে ফুটে ওঠে। ছবিতে এটিও স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল যে, চেয়ারম্যান ভুক্তভোগীকে জোর করে জড়িয়ে ধরেছেন এবং সেই নারী নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। পরে এই আপত্তিকর ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সাধারণ মানুষ আবুল কালামের এ ধরনের অশ্লীল আচরণের তীব্র নিন্দা জানায়।

একটি বেসরকারি এনজিওর প্রধান নির্বাহী সাদিয়া নাসরিন তার ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে এ ঘটনার দুটি ছবি দিয়ে লিখেছেন, ‘এটা সুস্পষ্ট যৌন নিপীড়ন এবং প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ। একজন জনপ্রতিনিধি যখন এমন অপরাধ করেন তখন যে সত্য প্রতিষ্ঠিত হয়ে যায় তা হলো, আদিবাসী মেয়ে মাত্রই গনিমতের মাল।... কেউ কি আমাকে বলবেন, কোন ক্ষমতাবলে একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে একজন নারীকে এভাবে যৌন নিপীড়ন করতে পারেন? প্রচলিত আইনের আওতায় কি তার এ অপরাধের শাস্তি হবে? উপজেলা চেয়ারম্যান হিসেবে তার শপথ গ্রহণের ওপর কি নিষেধাজ্ঞা আসবে?...’ এ ছাড়া পাহাড়ি অ্যাকটিভিস্ট চলাপ্রু মারমা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অভিনন্দন, বান্দরবান আলীকদমের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম। কি সুন্দরভাবে সংবর্ধনা নিচ্ছেন তিনি। আসুন সবাই শুভেচ্ছা জানাই। পাহাড় এক দীর্ঘশ্বাসের নাম।...’

সর্বশেষ খবর