বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

৪৮ বছর পরও ভোটের জন্য লড়তে হচ্ছে : কামাল

নিজস্ব প্রতিবেদক

৪৮ বছর পরও ভোটের জন্য লড়তে হচ্ছে : কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার ৪৮ বছর পরও দেশের মানুষকে ভোটাধিকারের জন্য লড়তে হচ্ছে। আমরা এমনটি আশা করিনি। যারা জনগণকে ওই অধিকার থেকে বঞ্চিত রাখছে তারা সংবিধানবিরোধী কাজ করছে। এবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই অধিকার আদায় করা হবে। গতকাল স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে সংবিধানপ্রণেতা ড. কামাল বলেন, বঙ্গবন্ধু সবসময় বলতেন, ঐক্য ধরে রাখতে হবে। তার অসাধারণ নেতৃত্বেই জাতি একতা ধরে রাখতে পেরেছিল। আমরা তো বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের কথা লিখেছিলাম। গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে। অথচ সেই গণতন্ত্রই এ দেশে অনুপস্থিত। আজ এ দেশের মানুষের কথা বলার অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই। ৩০ ডিসেম্বর একটি ভুয়া ভোটের মাধ্যমে অবৈধ সরকার গঠিত হয়েছে। এমন অবস্থা চলতে দেওয়া যাবে না।

সর্বশেষ খবর