শনিবার, ৩০ মার্চ, ২০১৯ ০০:০০ টা
গণপূর্ত মন্ত্রী

এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। এটি একটি হত্যাকাণ্ড। অগ্নিকাণ্ডের শিকার এফআর টাওয়ারটি মূল নকশায় ১৮ তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন থাকলেও পরে বিধিবহির্ভূতভাবে ২২ তলা পর্যন্ত ওঠায় এই হত্যাকাণ্ড  হয়েছে। গতকাল সকালে এফআর টাওয়ারের সামনে এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যত শক্তিশালী আর অর্থবিত্তের মালিকই হোন না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে, শাস্তি নিশ্চিত করা হবে। কেউ রেহাই পাবেন না। মন্ত্রী বলেন, আমরা এ পর্যন্ত যে তথ্য পেয়েছি, এই ভবনটির ১৮ তলা একটি ইমারত নির্মাণের অনুমতি নেওয়া হয়েছিল ১৯৯৬ সালে। ২০০৫ সালে এসে একটা কপি দাখিল করা হয় যে, এটা ২৩ তলা হয়েছে। সেটাকে সন্দেহ হওয়ার কারণে তদন্ত করা হয়। তদন্তে দেখা যায়, যে কপিটি তারা দাখিল করেছেন, এর সমর্থনে রাজউকের রেকর্ড রেজিস্টারে কোথাও কোনো তথ্য-উপাত্ত নেই। ফলে তদন্ত রিপোর্টে ধরে নেওয়া হয়, যে রিপোর্টটি তারা (এফআর টাওয়ার কর্তৃপক্ষ) দাখিল করেছে, এই নকশাটা সঠিক নয়, এবং মূল অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে এখানে একটি ভবন নির্মাণ করা হয়েছে। মন্ত্রী বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করব। আমার কাছে মনে হয়েছে, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি গাফিলতির কারণে একটি হত্যাকা । এই হত্যাকাে র ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী আছি, প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকাে র ঘটনার পর একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গণপূর্ত মন্ত্রণালয় থেকে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। রাজউকের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে। স্বল্প সময়ে এসব কমিটি নিজেদের প্রতিবেদন দাখিল করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবনের নিয়মবহির্ভূত নির্মাণকালে রাজউকের যিনি চেয়ারম্যান ছিলেন ও যারা কর্মকর্তা ছিলেন, আমরা চেষ্টা করছি তাদের অনুসন্ধান করে খুঁজে বের করতে। আমাদের তদন্ত কমিটির জুরিসডিকশন (এখতিয়ার) হচ্ছে, এই প্ল্যানটা অনুমোদনের ক্ষেত্রে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছে কিনা। ‘দ্বিতীয়ত. বৈধভাবে যে প্ল্যান দেওয়া হয়েছে, নির্মাণের সময় তার ব্যত্যয় হয়েছে কিনা। হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত। ডেভেলপার, মালিক এমনকি আমাদের সংস্থার কেউ যদি জড়িত থাকে তার সম্পর্কে রিপোর্ট হবে। পরে আমরা আইনগত ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রীর নির্দেশ, যিনি যেই হোন না কেন, যত শক্তিশালী কেউ হোক না কেন, এই জাতীয় মর্মান্তিক ঘটনা যে নরপিশাচরা টাকার লোভে ঘটায় তাদের সর্বোচ্চ আইনি আওতায় এনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর