রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সরকার মারণাস্ত্র কিনছে, বাঁচানোর সরঞ্জাম নয়

নিজস্ব প্রতিবেদক

সরকার মারণাস্ত্র কিনছে, বাঁচানোর সরঞ্জাম নয়

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার বিরোধী দল দমনে নানা মারণাস্ত্র-সরঞ্জাম কিনলেও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় মানুষের প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের জন্য আধুনিক সরঞ্জাম কিনছে না। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, আগুন নেভাতে ও মানুষজনকে উদ্ধারে সরকার ফায়ার সার্ভিসে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মানুষ বাঁচানোর জন্য কোনো উন্নতমানের যন্ত্রপাতি ফায়ার সার্ভিসের নেই, ব্যবস্থাপনাও নেই। ফায়ার সার্ভিস আধুনিকায়নে সরকারের কোনো উদ্যোগ নেই। বিরোধী দলের নেতা-কর্মীদের ফোনে আড়িপাতার জন্য যন্ত্রপাতি আনা হয়েছে।

গোপনে অডিও-ভিডিও করার উন্নতমানের ডিভাইসও আনা হয়েছে। গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকান্ডে র বিষয়ে রিজভী বলেন, মানুষ বাঁচাতে তাদের (সরকার) কোনো ভ্রুক্ষেপ নেই। ঢাকাসহ বাতাসে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাতাসে পোড়া মানুষের গন্ধ ছড়িয়ে পড়েছে। এরা আছে বিরোধী দল দমনে, খালেদা জিয়াকে কীভাবে কষ্ট ও নির্যাতন দেওয়া যাবে, সেই কাজে। এ সময় তিনি বিএনপির কারাবন্দী চেয়ারপারসনের মুক্তি দাবি করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, আবদুস সালাম আজাদ, আবদুল খালেক প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর