সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খেলাপি আদায় হলে সুদ হার এমনিতেই কমবে

------------------------ ইব্রাহীম খালেদ

খেলাপি আদায় হলে সুদ হার এমনিতেই কমবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, ব্যাংক ঋণের সুদহার নিয়ে যার যার অবস্থান থেকে কথা বলা হচ্ছে। যারা আমানতকারী তারা চাচ্ছে সুদহার বেশি থাকুক। যারা ঋণ গ্রহীতা তারা এটা কমাতে চাচ্ছেন। কিন্তু ঋণের সুদহার কী হবে সেটা বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। তবে চাহিদা ও সাপ্লাই বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এটাকে সমন্বয় করতে পারে। তিনি বলেন, নির্দিষ্টভাবে কেউ সুদহার নির্ধারণ করে দিতে পারে না। এখন যারা ঋণ নিয়েছে তারাই চাচ্ছে এটা কমানো হোক। এক অঙ্কে নিয়ে আসা হোক। যারা ঋণ খেলাপি তারা তাদের স্বার্থে কথা বলছে। খেলাপিরা যদি ঋণ নিয়মিত পরিশোধ করে, খেলাপি ঋণ যদি আদায় করা যায় তাহলে সুদহার নিয়ে এভাবে কথা বলতে হবে না। নির্দিষ্ট করে দিয়ে ঋণের সুদ হার সঠিক রাখা যাবে না। এজন্য ব্যাংকিং খাতের বড় ধরনের সংস্কার দরকার। শুধুমাত্র সুদ কমাব, এ ধরনের বক্তব্য সঠিক নয়।

 

সর্বশেষ খবর