সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পুরো ব্যাংক ব্যবস্থা নিয়ে পদক্ষেপ দরকার

------- শফিউল ইসলাম মহিউদ্দিন

পুরো ব্যাংক ব্যবস্থা নিয়ে পদক্ষেপ দরকার

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, পুরো ব্যাংক ব্যবস্থা নিয়ে পদক্ষেপ দরকার। একজন ডিপোজিটরের কাছে সবাই দৌড়ায়। আমানতের সুদ বিশেষ করে সঞ্চয়পত্র, ডিপিএস সুদের হার অনেক বেশি। এটা কমাতে হবে। সার্বিক তারল্যেও কিছুটা ঘাটতি আছে। এটা মূলত ব্যবস্থাপনার ঘাটতি। এজন্য অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও ব্যবসায়ীসহ সবাই মিলে পদক্ষেপ নিতে হবে। একক কোনো সিদ্ধান্ত নিলে হবে না। তিনি বলেন, বেসরকারি ব্যাংকগুলো সরকারি আমানতের ৫০ শতাংশ নিয়েছে। কিন্তু এখনো দেখা যাচ্ছে ¯ন্ডেপ্রড ৫ শতাংশের বেশি। এটা কোনোভাবেই ৩ শতাংশের বেশি হওয়া উচিত নয়। এটা ঠিক যে আমাদের খেলাপির পরিমাণ বেশি। সুদ হার না কমানোর ক্ষেত্রে সেটিও একটি বড় কারণ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কম সুদে অনেক ঋণ দেয়। বিভিন্ন সামাজিক দায়িত্ব হিসেবে কম মুনাফায় তারা অনেক বিনিয়োগ করে। কিন্তু বেসরকারি ব্যাংকগুলো এখন সমান সুবিধা নিয়ে করতে চাচ্ছে না। যদি ব্যবসায়ীদের ব্যবসা না হয় তাহলে হবে না। ব্যবসা ঠিক রেখেই সুদের হার নির্ধারণ করতে হবে।

সর্বশেষ খবর