সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

তারল্য সংকট সুদ কমানোয় বড় বাধা

------------ সৈয়দ মাহবুবুর রহমান

তারল্য সংকট সুদ কমানোয় বড় বাধা

অ্যাসোসিয়েশন অব ব্যাংক (এবিবি) সভাপতি ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, তারল্যের সংকট রয়েছে। বাজারের চাহিদার তুলনায় ব্যাংক খাতে যে অর্থ রয়েছে সেটা খুবই কম। সুদহার কমানোর ক্ষেত্রে যা একটি বড় বাধা। তিনি বলেন, ব্যবসা করতে হবে সবার। ব্যাংকগুলো অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করছে। সুদহার নিয়ে যে কথা হচ্ছে সেই বাস্তবতাকে মাথায় রেখে ব্যাংকগুলো কাজ করে যাচ্ছে। বর্তমানে ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতিতে সুদহার কমানো কঠিন। চাইলে এখনি কিছু করা যাবে না। অর্থমন্ত্রী বলেছেন, চক্রবৃদ্ধি সুদহার থাকবে না। সেটা নিয়ে আমরা এখনো কথা বলিনি। বিষয়টি তিনি কীভাবে বলেছেন জানি না। তবে এ বিষয়টি নিয়ে আমাদেরও কথা বলতে হবে। মেয়াদান্তে ঋণ পরিশোধ না হলে সুদের অংশ মূলধনের সঙ্গে যোগ হবে। এটাই স্বাভাবিক।

সর্বশেষ খবর