সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সম্পদের হিসাব নিয়েছি সময় হলে ধরব

নিজস্ব প্রতিবেদক

সম্পদের হিসাব নিয়েছি সময় হলে ধরব

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি মন্ত্রণালয় দুর্নীতি করে না। বরং কিছু ব্যক্তি দুর্নীতি করেছে। আমি সম্পদের হিসাব নিয়ে নিয়েছি। সময় হলে ধরব। চুপ আছি মানে এই নয় যে চুপসে গেছি। বরং আমি কালবৈশাখীর মতো আঘাত হানার প্রস্তুতি নিচ্ছি। মন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমরা কঠোরভাবে অনুসরণ করব। যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অসৎ পন্থা অবলম্বনের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সৎ, দক্ষ, দায়িত্বশীল কর্মকর্তাদের ভালো কাজের জন্য অবশ্যই পুরস্কৃত করা হবে। রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে ‘ভূমি সেবায় অধিকতর গতিশীলতা আনয়নে ই-নামজারির ভূমিকা শীর্ষক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ডের যৌথভাবে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদ। সভায় বক্তৃতা রাখেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটোয়ারী, অতিরিক্ত সচিব সুলতান মাহমুদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সাবেক পরিচালক ফায়েকুজ্জামান, সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সাইফুজ্জামান চৌধুরী বলেন, মাঠে যেসব কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন তাদের কর্তব্য পালনের ওপর মন্ত্রণালয়ের সুনাম-দুর্নাম নির্ভর করছে। মানুষ যখন ভালো সেবা পাবে তখন এমনিতেই সুনাম ছড়িয়ে পড়বে। তবে মন্ত্রণালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। ফরিদা ইয়াসমিন বলেন, দেশের মামলার ৮৫ ভাগ হয় ভূমি বিরোধ নিয়ে। ই-নামজারির সুবিধা ঘরে ঘরে পৌঁছে গেলে মামলা-মোকদ্দমা কমে যাবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়িত হবে। সভায় বক্তারা ভূমি সেবায় অধিকতর গতিশীলতা আনতে ভূমি রেকর্ড, জরিপ ও ই-নামজারির বিষয়ে মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরেন।

সর্বশেষ খবর