মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বহুতল ভবনের আগুন নির্বাপণ ব্যবস্থা জানতে চায় হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরীতে সাততলার অধিক উচ্চতার ভবনগুলোতে আগুন নিয়ন্ত্রণে কী ব্যবস্থা রয়েছে, তা জানতে চেয়েছে হাই কোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে অগ্নি প্রতিরোধ অ্যান্ড নির্বাপণ আইন, ২০০৩ ও ন্যাশনাল বিল্ডিং কোড, ২০১২ অনুসারে ঢাকার সব বহুতল ভবনে অগ্নিনির্বাপণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি যৌথ প্রতিবেদন দিতে বলেছে আদালত। আগামী চার মাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি করে তাদের দ্বারা প্রতিবেদন তৈরি করে রাজউক, ঢাকার দুই সিটি করপোরেশন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে তা দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি, গাড়িসহ কতসংখ্যক জনবল আছে তা এক মাসের মধ্যে আদালতকে জানাতে ফায়ার সার্ভিসের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে আদেশে। আদালতে রিটকারী আইনজীবী ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। পরে ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ সাংবাদিকদের বলেন, আদালত দুটি অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুলও জারি করেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত, শিক্ষা এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ও রাজউক চেয়ারম্যানকে রুলের জবাব দিতে হবে।

সর্বশেষ খবর