মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দীপু মনি আরও বলেন, প্রশ্নপত্র এবার ইনশাআল্লাহ ফাঁস হবে না। ফাঁসমুক্তভাবে, সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হবে। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের গুজব যাতে কেউ ছড়াতে না পারে সে জন্য গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে। গুজব ছড়ানো, প্রতারণা করাসহ কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর