মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খালেদার স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন

নিজস্ব প্রতিবেদক

খালেদার স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন

বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও তাকে একটি ‘বিশেষায়িত’ হাসপাতালে নেওয়ার দাবি জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন ও শঙ্কিত। আমরা সে জন্যই বারবার বলছি, তাকে উন্নত চিকিৎসার জন্য অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তার চিকিৎসা কীভাবে হবে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করব এখানে তাকে যেন সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে তার চিকিৎসার জন্য ভালো একটি পরিবেশ যেন তৈরি করা হয়। এখানে তাকে যেন এমনভাবে রাখা না হয় যাতে তিনি আবারও মনে করেন যে বন্দী অবস্থায় তার চিকিৎসা হচ্ছে।’ আদালত কর্তৃক যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার সম্পর্কে তিনি বলেন, ‘আদালতের নির্দেশনা আছে যে, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসকদের সঙ্গে পরামর্শ করেই যেন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা দাবি করব এটা যেন করা হয়।’ খালেদা জিয়া গতবার বিএসএমএমইউতে আসতে চাননি, আজকে কি তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আনা হয়েছে কিনা প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এটা বলতে পারছি না। তিনি এতই অসুস্থ হয়ে পড়েছেন যে, তাকে দ্রুত হসপিটালাইজড না করলে অনেক রকম সমস্যা তৈরি হতে পারত।’ এ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর