বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বড় দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

বড় দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর। একদিন আগে সামান্য উত্থান হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গতকাল সপ্তাহের চতুর্থ দিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ২০০ পয়েন্ট। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কমে ৩ মাস আগের অবস্থানে নেমে গেছে। জানা  গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫২ পয়েন্টে। যা ৩ মাস ৬ দিন বা ৬৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর আজকের চেয়ে কমে অবস্থান করছিল ডিএসইএক্স। ওই দিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ৩৮৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্টে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৯ ও ১৯৪৭ পয়েন্টে। ডিএসইতে  টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৩৬ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩৯ কোটি টাকা বেড়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১২ কোটি টাকার। এদিন ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৪টির বা ১৬ শতাংশের, শেয়ার দর কমেছে ২৬৪টির বা ৭৬ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৮টির বা ৮ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৫৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ৭১ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং ১৭ কোটি ২৫ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন। টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে -মুন্নু সিরামিক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ফরচুন, ন্যাশনাল পলিমার, মুন্নু জুট স্টাফলার্স, ব্র্যাক ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪১ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। সিএসইতে ৭৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই ও কলম্বো স্টক এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি : পারস্পরিক সহযোগিতার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিডেট ও কলম্বো স্টক এক্সচেঞ্জ লিমিটেডের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে। এতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান ও কলম্বো স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিভা বন্দরনায়েক স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।  চুক্তি অনুযায়ী, উভয় স্টক এক্সচেঞ্জ তথ্য বিনিময়, বিশেষ করে পণ্য উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও মূলধন উত্তোলন বিষয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা যৌথ উদ্যোগে স্টক এক্সচেঞ্জের অগ্রগতি সাধনে কাজ করবে। এ ছাড়াও দুই দেশের অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি দক্ষিণ এশিয়া অঞ্চলে পুঁজিবাজারের উন্নয়ন প্রচেষ্টার অগ্রগতি অব্যাহত রাখবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর