বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অল্প সময়ে বিএনপি ঘুরে দাঁড়াবে

নিজস্ব প্রতিবেদক

অল্প সময়ে বিএনপি ঘুরে দাঁড়াবে

অল্প সময়ের মধ্যে দল নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ’৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সঠিকভাবেই অঙ্গসংগঠন ও জেলাগুলোকে সক্রিয় করতে কাজ শুরু করেছেন। অল্প সময়ের মধ্যে দল নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, সাইফুদ্দিন মনি, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, শহীদ উদ্দিন এ্যানী, হাবিবুল ইসলাম হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, এ বি এম মোশাররফ হোসেন, কামরুজ্জামান রতন, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, এজমল হোসেন পাইলট প্রমুখ। নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বার বার দলের ওপর আঘাত এসেছে। বিএনপির ওপর অনেক ঝড় বয়ে গেছে। এর মধ্যেও  বিএনপি উঠে দাঁড়িয়েছে। আবারও খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। বিএনপি সেই দল, যে দলের রাজনীতি দেশের জনগণের জন্য, কল্যাণের রাজনীতি। তাই এই জনগণের শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে।’

রাষ্ট্র থেকে গণতন্ত্রকে নির্মূল করতে সব আয়োজন সম্পন্ন করে রেখেছে সরকার। বিরাজনীতিকরণের জন্য সরকার ষড়যন্ত্র করেছে। বাংলাদেশ থেকে এই রাজনীতিকে চিরতরে নির্মূল করে দেওয়ার অংশ হিসেবে বিএনপিকে নির্মূলের চেষ্টা করছে তারা। মির্জা ফখরুল বলেন, ‘গণবিচ্ছিন্ন হয়ে কখনো কোনো আন্দোলন সফল হবে না। সেজন্য জনগণকে সম্পৃক্ত করার জন্য আমাদের সব কৌশল করে নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী মানুষ। কখনো অন্যায়ের কাছে ন্যায়ের পরাজয় হতে পারে না। যেটা হয় সেটা সাময়িক হতে পারে। অবশ্যই ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবেই।

সর্বশেষ খবর