শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তাল দেশ

সারা দেশে পাটকল শ্রমিকদের অবরোধ-আগুন। খুলনায় পুলিশ বক্স ভাঙচুর

প্রতিদিন ডেস্ক

শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তাল দেশ

রাজধানীর ডেমরায় পাটকল শ্রমিকদের বিক্ষোভের আগুন, নরসিংদীতে ট্রেন থামিয়ে অবরোধ, খুলনায় পুলিশ বক্সে ভাঙচুর -বাংলাদেশ প্রতিদিন

বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের টানা ৭২ ঘণ্টার রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিনে গতকাল উত্তাল ছিল দেশের বিভিন্ন স্থান। এদিন খুলনায় পুলিশ বক্স এবং নরসিংদীতে ট্রেনে হামলা-ভাঙচুর চালানো হয়। বিভিন্ন স্থানে রাজপথ-রেলপথের ওপর আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করা হয়। এসব স্থানে যানবাহন ও রেল চলাচল ব্যাহত হয়েছে।

খুলনায় শ্রমিকদের আক্রমণে চার পুলিশ আহত হয়েছে। নরসিংদীতে ট্রেন থামানোর চেষ্টায় শ্রমিকরা পাথর নিক্ষেপ করলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। এ ছাড়া অন্যান্য স্থানে হাজার হাজার শ্রমিক দুপুর পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ করে রাখেন। শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে, বকেয়া মজুরি না পাওয়ায় শ্রমিক পরিবারগুলো দুর্বিষহ জীবন কাটাচ্ছে। স্ত্রী-সন্তানদের নিয়ে তারা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। ৬ এপ্রিল ঢাকায় বিজেএমসির সঙ্গে পাটকল শ্রমিক সংগঠনের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে ৯ দফা দাবি পূরণ না হলে ৭ এপ্রিল শ্রমিকদের কেন্দ্রীয় সংগঠনের বৈঠকে লাগাতার ধর্মঘটের কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রাপ্ত খবর অনুযায়ী, শ্রমিকদের আন্দোলন ও ধর্মঘটের কারণে গত  চার দিনে খুলনা-যশোর অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে উৎপাদন বন্ধ রয়েছে। এ কারণে পাটকলগুলোতে সোয়া ৩ কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়েছে। এ ৯টি পাটকলের শ্রমিক-কর্মচারীদের বকেয়ার পরিমাণ ৪৪ কোটি টাকা। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সূত্র জানায়, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি জুট মিলের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের ৬৪ সপ্তাহের বেতন ও মজুরি ৪৪ কোটি ২০ লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে শুধু শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে ৩১ কোটি ১৮ লাখ ৫৮ হাজার টাকা। আর কর্মকর্তা-কর্মচারীদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকা। আন্দোলন সম্পর্কে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনায় টানা তিন দিনের ধর্মঘট পালন করার সময় গতকাল রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিকদের আক্রমণে ট্রাফিক সার্জন আবুল বাশারসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। উত্তেজিত শ্রমিকরা দৌলতপুর নতুন রাস্তার মোড়ে পাবলা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে শ্রমিক নেতাদের দাবি, পুলিশের ওপর আক্রমণকারীরা পাটকলের কোনো শ্রমিক নয়, তারা বহিরাগত। পুলিশের সঙ্গে শ্রমিকের দ্বন্দ্ব সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (আরসিডি) মনিরুজ্জামান মিঠু জানান, ‘খুলনায় তৃতীয় দিনের মতো নতুন রাস্তার মোড়ে পাটকল শ্রমিকদের অবরোধ কর্মসূচি চলছিল। এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। হঠাৎ উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর হামলা করে। তারা পাবলা পুলিশ বক্সের জানালার কাঁচ, গ্রিল ও মালামাল ভাঙচুর করে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে ট্রাফিক সার্জনসহ পুলিশের ৪ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করতে অ্যাম্বুলেন্স এলে তাও ভাঙচুর করে শ্রমিকরা। এ সময় পুলিশ বক্সে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’ অন্যদিকে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদ আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, হামলাকারীরা পাটকলের কোনো শ্রমিক নয়। অবরোধের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। তারা অবরোধের মধ্যে ঢুকে শ্রমিক আন্দোলন বানচাল করার চেষ্টা করছে। তিনি পুলিশ বক্সের সামনে থাকা সিসি টিভির মাধ্যমে আসামিদের খুঁজে বের করে শাস্তি প্রদানের আহ্বান জানান। গতকাল সকাল ৮টা থেকে চার ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ করে রাখেন শ্রমিকরা। এ আন্দোলনের মুখে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের উৎপাদন বন্ধ রয়েছে। দাবি না মানলে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছেন শ্রমিকরা। জানা গেছে, অর্থসংকটে রাষ্ট্রায়ত্ত স্টার, প্লাটিনাম, ক্রিসেন্ট, ইস্টার্ন ও জেজেআই জুট মিলে শ্রমিকদের ৮ সপ্তাহের মজুরি এবং কর্মকর্তা-কর্মচারীদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। খুলনার আলিম, দৌলতপুর, খালিশপুর ও যশোরের কার্পেটিং জুট মিলে শ্রমিকদের ছয় সপ্তাহের মজুরি এবং কর্মকর্তা-কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের পাওনা রয়েছে প্রায় ৪৪ কোটি ২০ লাখ টাকা। নরসিংদী : নরসিংদীতে ট্রেন লাইন অবরোধ করেন শ্রমিকরা। এসময় চট্টগ্রামগামী একটি চলন্ত ট্রেনে তারা আক্রমণ চালান। ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাসও ভাঙচুর করা হয়। শ্রমিকদের ছোড়া পাথরের আঘাতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে তারা ট্রেন থামিয়ে ও রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক-কর্মচারীরা বাসাইল রেলগেট  ও তরোয়া এলাকায় এ অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : গতকাল ভোর সাড়ে ৪টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৮ ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন রাষ্ট্রায়ত্ত রূপগঞ্জের পাশর্^বর্তী ডেমরার লতিফ বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা। এ সময় ডেমরার দুই পাটকলের হাজার হাজার মহিলা ও পুরুষ শ্রমিকরা ডেমরার শহীদ মিনার চৌরাস্তা ও হোসেন প্লাজা মার্কেটের সামনের রাস্তায় গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক পোল ফেলে বিক্ষোভ করেন। পরবর্তীতে তারা রাস্তায় টায়ার ও কাঠে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা-যাত্রাবাড়ী, ডেমরা-রামপুরা ও ডেমরা-শিমরাইল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

রামপুরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক জানান, শ্রমিকদের ৭২ ঘণ্টার কর্মসূচি গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে শেষ হয়। আগামী ৭ তারিখের মধ্যে তাদের দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে বিক্ষুব্ধ শ্রমিকরা কড়া হুঁশিযারি দিয়েছেন।

চট্টগ্রাম : ৯ দফা দাবিতে চট্টগ্রাম নগরের আমিন জুট মিল এলাকাসহ বিভিন্ন স্থানে সড়কপথ অবরোধ করে আন্দোলন করেছেন পাটকল শ্রমিকরা। তারা রেলপথও অবরোধ করেন। নয় দফা দাবি আদায়ে ৭২ ঘণ্টা ধর্মঘটের অংশ হিসেবে গতকাল সকাল ৮টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৮টার পরপরই অক্সিজেন-মুরাদপুর সড়কে আমিন জুট মিলের সামনে সড়ক অবরোধ করেন পাটকল শ্রমিকরা। তাদের অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, পাটকল শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এদিকে পাটকল শ্রমিকদের অবরোধের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় রুটে কোনো ট্রেন চলাচল করতে দেননি বিক্ষুব্ধ শ্রমিকরা। রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু চবি রুটে কোনো ট্রেন চলাচল করতে দেয়নি পাটকল শ্রমিকরা।’

রাজশাহী : রাজশাহী জুটমিল শ্রমিকদের আন্দোলনে রাজশাহী-নাটোর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। গতকাল বকেয়া বেতন-ভাতাসহ ৯ দফা দাবিতে রাজশাহীতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন জুটমিল শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করেছেন। মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ ও অবরোধের কারণে রাজশাহী-ঢাকা মহাসড়কের যানবাহনগুলো সিটি বাইপাস হয়ে শহরে ঢুকেছে। নাটোরের দিক থেকে আসা যাত্রীদের পুঠিয়া, বেলপুকুর ও রাজশাহী থেকে যাওয়া যাত্রীদের ভদ্রা ও তালাইমারী নামতে হয়েছে। ফলে যানবাহন সংকটে পড়তে হয় অনেককে। এর ফলে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, দুপুর ১২টার দিকে মহাসড়কে আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের জাতীয় জুটমিলে তৃতীয় দিনেও ধর্মঘট পালন করেছেন শ্রমিকরা। সকাল ৬টা থেকে কর্মবিরতি রেখে দুপুর পর্যন্ত মিলের অভ্যন্তরে শ্রমিকরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। তিন দিন ধরে মিলের উৎপাদন বন্ধ থাকায় ৪৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রমিক নেতা আবদুল খালেক ও স্বপন আহমেদ জানান, মজুরি কমিশনসহ নয় দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের শেষ দিনেও শ্রমিকরা কর্মস্থলে যোগদান না করে বিক্ষোভ সমাবেশ করেছেন। জাতীয় জুটমিলের উপ-মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা ধর্মঘট আহ্বান করায় মিলের উৎপাদন বন্ধ রয়েছে। প্রতিদিন মিলে ১৫ টন পাটের বস্তা উৎপাদন করা হতো। তিন দিন মিলের সব ধরনের উৎপাদন বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর