শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
কূটনীতিকদের সঙ্গে বৈঠক

খালেদার চিকিৎসা ও মামলার অবস্থা জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। তাদের কাছে কারাবন্দী বেগম খালেদা জিয়ার চিকিৎসা, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও কারামুক্তিসহ দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করেছে দলটি। কূটনীতিকরা বিএনপির বক্তব্য শোনেন এবং বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। গতকাল বিকাল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কূটনীতিকদের সঙ্গে এ বৈঠকে সর্বাধিক গুরুত্ব পায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টি। এ নিয়ে বিএনপি তাদের উদ্বেগের কথা কূটনীতিকদের জানিয়েছে। বিএনপি জানায়, বেগম জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না। তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এ সময় ৩০ ডিসেম্বর ‘ভোট-ডাকাতির’ নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যফ্রন্টের সংগঠিত শুনানি নিয়ে তৈরি একটি সংকলন কূটনীতিকদের সরবরাহ করা হয়। বৈঠকে জাপান, নরওয়ে, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মরক্কো, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নসহ ২০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার  মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের পর গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ‘এটি একটি নিয়মিত বৈঠক। প্রতি মাসেই আমরা কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করে থাকি। আজকের বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা ও তার মুক্তির প্রক্রিয়ার বিষয়টি আলোচনায় উঠেছে।’

সর্বশেষ খবর