শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন

কঠোর হওয়ার আহ্বান অ্যাটকোর

নিজস্ব প্রতিবেদক

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। নির্দেশ পালনে পরিবেশক বা কেবল অপারেটরদের কেউ জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গতকাল রাজধানীর গুলশানে অ্যাটকো কার্যালয়ে এক বৈঠক শেষে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের এসব কথা বলেন। বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বিষয়ে চলমান সংকট সমাধানে অ্যাটকো নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধিরা। সরকারের নির্দেশের পরও পরিবেশকরা এখনো বিদেশি চ্যানেলে  দেশি বিজ্ঞাপন চালাচ্ছেন, কিন্তু নির্দেশনা অনুযায়ী তার পরিবর্তে ক্লিন ফিড (বিজ্ঞাপনমুক্ত) প্রচার করার কথা। সরকারকে সেই নির্দেশ বাস্তবায়নের আহ্বান জানান অ্যাটকোর নেতারা। সংগঠনের নবনির্বাচিত সভাপতি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। তার জন্য আমাদের যত রকমের সহযোগিতা করা দরকার, সরকারকে বা তথ্য মন্ত্রণালয়কে আমরা দেব।’ অ্যাটকোর জ্যেষ্ঠ সহসভাপতি মোজাম্মেল বাবু বলেন, ‘কোনো চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেয়নি। তারা (কেবল অপারেটর বা পরিবেশক) চ্যানেলগুলো বন্ধ করে যদি জনঅসন্তোষ তৈরির চেষ্টা করে, তাহলে সরকারের যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে, অ্যাটকোর তার প্রতি পূর্ণ সমর্থন থাকবে।’

সর্বশেষ খবর