শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ঢাকার চ্যালেঞ্জ ঝুঁকিমুক্ত বসবাস

অগ্নিকাণ্ড, দুর্ঘটনায় প্রাণহানিতে ১ এপ্রিল থেকে রাজধানীর বহুতল ভবনগুলো পরিদর্শনে নেমেছে রাজউক। রাজউকের আটটি জোনে পাঁচ শতাধিক ভবন পরিদর্শন করে সংস্থাটির ২৪টি দল। এর মধ্যে কোনো কোনো এলাকায় ৭০-৮০ ভাগ ভবনেই আগুনের ঝুঁকি ও অনিয়মের চিত্র উঠে এসেছে। অগ্নি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ভবনগুলোতে ব্যানার টাঙিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। কোনো কোনো ভবনে নেই জরুরি বহির্গমন পথ। নির্মাণে মানা হয়নি নকশা। কেউ ১৮ তলার অনুমোদন নিয়ে করেছেন ২৩ তলা। ভবনগুলোর তথ্য সংগ্রহের পাশাপাশি ত্রুটি সংশোধনে নির্দেশনা দিচ্ছে রাজউক। রাজধানীর এই ঝুঁকিপূর্ণ বসবাসের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও স্থপতিবিদ।

 

রাতারাতি হবে না সময় লাগবে

ভবন না ভেঙেও সম্ভব

দায়িত্বপ্রাপ্তদের সততা থাকতে হবে

সর্বশেষ খবর