শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রাতারাতি হবে না সময় লাগবে

অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী

রাতারাতি হবে না সময় লাগবে

পাঁচ বছরে ৮০০ গার্মেন্ট কারখানা কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারলে বহুতল ভবনও ঝুঁকিমুক্ত করা অসম্ভব নয়। এ সময়ে তারা কারখানাগুলোর ভবন নিরাপত্তা, বৈদ্যুতিক নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা নিশ্চিত করেছে। কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। গার্মেন্টগুলোর কমপ্লায়েন্স এখন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। সঠিক তদারকিতে রেখে বহুতল ভবনগুলোকেও ঝুঁকিমুক্ত করা সম্ভব। তবে দীর্ঘদিনে তৈরি হওয়া সমস্যা রাতারাতি সমাধান হবে না, সময় দিতে হবে। নিয়ম না মেনে দীর্ঘদিন ধরে একের পর এক বহুতল ভবন গড়ে ওঠায় রাজধানীতে আজ জানমালের এই ঝুঁকি তৈরি হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। এই ঝুঁকিটা দু-এক বছরে সৃষ্টি হয়নি। ৩০-৪০ বছর ধরে এটা তৈরি হয়েছে। এ সময়ে বহুতল ভবন বেড়েছে। সেই অর্থে তদারকি হয়নি। অনেকটা সময় ধরে তৈরি হওয়া ঝুঁকি লাঘবেও তাই সময় দরকার। হঠাৎ এক মাসের মধ্যেই সব ঠিক করে ফেলতে বললে তা কখনই সম্ভব হবে না। ত্রুটি সংশোধনে ভবন মালিকদের সঠিক দিকনির্দেশনাসহ সময় দিতে হবে। এটা তদারকি করতেও দক্ষ জনবল প্রয়োজন হবে। শুধু রাজউককে দিয়ে হবে না। তাদের সেই জনবল নেই। এ কাজে সিটি করপোরেশন এবং কারিগরিভাবে দক্ষ বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের যোগ করতে হবে। এ ছাড়া বর্তমান ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করাই নয়, আগামীতে যাতে এ সমস্যা আর না বাড়ে সেদিকটাও দেখতে হবে। ঝুঁকিপূর্ণ ভবন তৈরির পেছনে অনেক বিষয় জড়িত। এখানে অনিয়মের জন্য একক কোনো সংস্থাকে দায়ী করা দুরূহ। এক সংস্থা আরেক সংস্থার ওপর দোষ চাপায়। সর্বশেষ যে বিল্ডিং কোড তৈরি হয়েছে তাতে এ দায় ও দায়িত্ব কার ওপর বর্তাবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ আছে। কিন্তু পাঁচ বছর ধরে তা ফেলে রাখা হয়েছে।

সর্বশেষ খবর