শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ভবন না ভেঙেও সম্ভব

প্রকৌশলী শহিদুল হাসান

ভবন না ভেঙেও সম্ভব

সব নিয়ম অনুসরণ করে ভবন তৈরির পরও দুর্ঘটনা ঘটতে পারে। একেবারে ঝুঁকিমুক্ত বলে কিছু নেই। তবে অনিয়ম হলে সেই ঝুঁকি আরও বেড়ে যায়। ঝুঁকি থাকবে, তবে তা যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। আর ভবন না ভেঙেই তা করা সম্ভব। প্রয়োজন সর্বাত্মক চেষ্টা আর সদিচ্ছা।

রাজউক এখন রাজধানীর বহুতল ভবনগুলো পরিদর্শন করে ঝুঁকি ও অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। অনেক ভবনের ত্রুটি-বিচ্যুতি উঠে আসছে। কোথাও জরুরি বহির্গমন পথ নেই, কোথাও নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা, কেউ আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করছেন। ওই তথ্য ধরে ধরে সমস্যা সমাধান করতে হবে। ঝুঁকি মোকাবিলায় এখন এত বড় বড় স্ট্রাকচার তো ভেঙে ফেলা যাবে না। কিছু মডিফিকেশনের মাধ্যমে এসব ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভব। গার্মেন্ট কারখানাগুলোতে তা করা হয়েছে। যাদের জরুরি বহির্গমন পথ ছিল না তারা ভবনের বাইরে এটা তৈরি করেছে। অগ্নিকাে র মতো দুর্ঘটনা মোকাবিলায় সার্বক্ষণিক পানির ব্যবস্থা করেছে। বৈদ্যুতিক ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ফলে কমপ্লায়েন্স না থাকা নিয়ে গার্মেন্টগুলো যে বিতর্কে পড়েছিল তা আর নেই। বহুতল ভবনগুলোতেও এভাবে ঝুঁকি কমানোর ব্যবস্থা করতে হবে। অগ্নি নির্বাপণের ব্যবস্থা পর্যাপ্ত না থাকলে তা করা বড় সমস্যা নয়। জরুরি বহির্গমন সিঁড়ি না থাকলে বা ছোট হলে ভবনের বাইরেও তা করা যেতে পারে। তবে এগুলো বাস্তবায়নে সবার আন্তরিক ইচ্ছা ও চেষ্টা থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর